3:33 pm , August 26, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরের ডেফুলিয়া এলাকায় শ্বশুরবাড়ীর লোকজনের হামলায় জামাই নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ হৃদয় হোসেন । হেৃদয় ডফুলিয়া এলাকার মোঃ খোকন হাওলাদারের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন যাবত শ্বশুরবাড়ীর লোকজনের সাথে দ্বন্দ্ব চলছিল ওই যুবকের। বৃহস্পতিবার রাতে দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে শ্বশুরবাড়ীর লোকজন তাকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত একটার দিকে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, শ্বশুরবাড়ীর লোকজনের হামলায় জামাই নিহত হয়েছে এমন অভিযোগ পাইনি। তবে ওই যুবক কিভাবে নিহত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।