নগরীতে বিএনপির ওয়ার্ড ভিত্তিক বিক্ষোভ নগরীতে বিএনপির ওয়ার্ড ভিত্তিক বিক্ষোভ - ajkerparibartan.com
নগরীতে বিএনপির ওয়ার্ড ভিত্তিক বিক্ষোভ

3:26 pm , August 24, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের অসনীয় মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে দুই নেতা হত্যার প্রতিবাদে নগরীতে ওয়ার্ড ভিত্তিক বিক্ষোভ সামাবেশ করেছে বিএনপি। বুধবার মহানগর বিএনপির আয়োজনে নগরীর ৪, ৫, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের নেতা কর্মীদের নিয়ে নগরীর স্বরোডস্থ কমিউনিটি সেন্টার হলরুমে সমাবেশ করা হয়। মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক সভায় সভাপতিত্ব করেন। মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেজবাহ উদ্দিন ফরহাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্র নেতা এ্যাড. শাহ্ আমিনুল ইসলাম আমিন। আরো বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, মহানগর শ্রমিক দল আহবায়ক মোঃ ফয়েজ অহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু, জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাজাহারুল ইসলাম জাহান, মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড. রেজাউল করিম রনি,সাধারন সম্পাদক হুমালন কবিরসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এখন থেকে এই সরকারের পতনের এক দফা আন্দোলনকে রাজ পথ থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে। এ জন্য প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আরো সোচ্চার হতে হবে।
সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক কমিটির বিভিন্ন সদস্য ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT