মুলাদীতে চোখ উপড়ে ও কুপিয়ে হত্যা করা হয় অষ্টম শ্রেনীর ছাত্রীকে মুলাদীতে চোখ উপড়ে ও কুপিয়ে হত্যা করা হয় অষ্টম শ্রেনীর ছাত্রীকে - ajkerparibartan.com
মুলাদীতে চোখ উপড়ে ও কুপিয়ে হত্যা করা হয় অষ্টম শ্রেনীর ছাত্রীকে

3:29 pm , August 5, 2022

সন্দেহভাজন তিন জনকে আটক

মো: আরাফাত, মুলাদী ॥ মুলাদীতে স্কুল ছাত্রীকে চোখ উপড়ে, মাথায় ও মুখমন্ডলে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মুলাদী থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে তার বাবা মো. শাহে আলম ছাত্রীকে নিজের কন্যা বলে শনাক্ত করেছে। বৃহস্পতিবার রাতে মুলাদীর পূর্ব হোসনাবাদ খাল থেকে স্কুলছাত্রী আখিনুরের (১৪) লাশ উদ্ধার করে পুলিশ। সে গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের শাহে আলম হাওলাদারের কন্যা ও চরপৈক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। ছাত্রীর ভাই আবুল কালাম আজাদ জানান, গত ৩ আগষ্ট বুধবার সকালে খালাতো বোন হালিমা বেগমের বাড়ীতে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। বিকাল ৪টায় প্রাইভেট পড়ার কথা বলে খালাতো বোনের বাড়ী থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করে। কিন্তু সে বাড়ীতে না ফেরায় পরের দিন শাহ আলম হাওলাদার খালাতো বোনকে ফোন করে আখিনুরের কথা জানতে চায়। তখন বোন জানায়, আখিনুরতো ওই দিনই বিকেলে চলে গেছে। এরপর আখিনুরের পরিবার তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে পড়ে। গত ৪ আগষ্ট বৃহস্পতিবার বিকালে গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ সিকদার বাড়ির সামনের খালে ব্রিজের নিচে আখিনুর আক্তার (১৪) এর মুখ বিকৃত লাশ ভাসতে দেখে স্থানীয় পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরন করে। এ ঘটনায় নিহত আখিনুরের পিতা শাহ আলম বাদী হয়ে মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে সিনিয়র এএসপি মতিউর রহমান ও ওসি এস এম মাকসুদুর রহমান জানান, আখিনুরের মোবাইল ফোন ট্র্যাকিং করে একই এলাকার সন্দেহভাজন সাব্বির হোসেন (২২) ও ফয়সালসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT