থানায় অভিযোগ করায় স্কুলছাত্রীর বাড়িতে আগুন থানায় অভিযোগ করায় স্কুলছাত্রীর বাড়িতে আগুন - ajkerparibartan.com
থানায় অভিযোগ করায় স্কুলছাত্রীর বাড়িতে আগুন

3:15 pm , August 1, 2022

গৌরনদী প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠী গ্রামের অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে (১৪) উত্যক্তের প্রতিবাদ এবং পুলিশের কাছে অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে বখাটেরা সোমবার দুপুরে স্কুলছাত্রীর রান্না ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাতনমা ৩/৪  জনকে আসামি করে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠী গ্রামের একটি ফল আড়তের ব্যবস্থাপকের কন্যা আগরপুর আলতাফ মেমোরিয়াল হাইস্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রীকে (১৪) উত্যক্ত করে আসছিল স্থানীয় বখাটে সফিক সিকদার (১৮) উত্তম দাস (১৯) ও জয় দাস (১৮)। গত ৩/৪ মাস ধরে বখাটেরা মেয়েকে স্কুলে থেকে প্রাইভেট পড়ে বাড়িতে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। বখাটের কথামত সফিকের প্রেমের প্রস্তাবে রাজি না হয় তাহলে তাহলে মেয়েকে অপহরন ও এসিড নিক্ষেপের হুমকি দেয়। হুমকিতে ভয়ে  মেয়েকে আমার বোনের বাড়ি বরিশাল পাঠিয়ে দেই। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে নালিশ দেয়ার পরে তাদের আশ্বাসে এক মাস পরে গত শুক্রবার মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনি। শনিবার রাতে বখাটেরা আমার বাড়িতে গিয়ে ঘরে ঢুকতে না পেরে ঘরের দরজা পেটায়। গত রোববার সরিকল পুলিশ তন্ত কেন্দ্রে গিয়ে বিষয়টি জানাই। এতে বখাটেরা আরো ক্ষিপ্ত হয়ে সোমবার দুপুরে আনুমানিক ১২টার দিকে আমার বাড়িতে গিয়ে রান্নাঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় আমার ডাক চিৎকারে গ্রামের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। অভিযোগের ব্যাপারে জানতে বখাটেদের ফোন করে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে বখাটেরা গা ঢাকা দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মোঃ ফোরকান আহম্মেদ বলেন, এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে বখাটে সফিক সিকদার (১৮) তার সহযোগী উত্তম দাস (১৯) ও জয় দাসের (১৮) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামি করে সোমবার একটি মামলা দায়ের করেছে। বখাটেদের গ্রেপ্তারপূর্বক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT