হিজলায় সাংবাদিককে হুমকির প্রতিবাদে সভা অনুষ্ঠিত হিজলায় সাংবাদিককে হুমকির প্রতিবাদে সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
হিজলায় সাংবাদিককে হুমকির প্রতিবাদে সভা অনুষ্ঠিত

3:17 pm , July 22, 2022

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় মা মেয়েকে নির্যাতনের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা হয়েছে। শুক্রবার বেলা ১০ টার সময় প্রতিবাদ সভার অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় উপস্তিত ছিলেন হিজলা প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভি ও দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুমনুর রহমার সোহাগ,সিনিয়র সাংবাদিক এফ এন এস পত্রিকার প্রতিনিধি নুরনবী,দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি আবদুল আলীম,বিজয় নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম,মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক ও ক্রাইম ফোকাস প্রতিনিধি মাহাবুবুল হক সুমন,প্রেসক্লাবের সহ সভাপতি নাসির উদ্দিন,এশিয়ান টিভির প্রতিনিধি মিলন সরদার,ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আলহাজ,আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ সেলিম,দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি পলাশ দাস,বরিশালের কথা পত্রিকার প্রতিনিধি মনির হোসেন,বরিশাল বানী পত্রিকার প্রতিনিধি ইয়ামিন মোল্লা, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মামুন তালৃুকদার,অধিকরন ও দেশ জনপদ পত্রিকার প্রতিনিধি মোস্তফা কামাল সাদ্দাম দৈনিক খোলা কাগজ ও আলোর জগত পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান,বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি রহমতুল্লাহ পলাশ,রুপালী বার্তা পত্রিকার প্রতিনিধি হারুন গাজী,ডিবিসি বাংলার প্রতিনিধি ইউসুফ হাওলাদার,বরিশাল প্রতিদিন মহসিন কাজী সহ কর্মরত সকল সংবাদকর্মী। প্রতিবাদ সভায় সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন শতভাগ প্রমান নিয়ে সংবাদ কর্মীরা সংবাদ করি। যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে কলম তুলি তখনি সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের হুমকি দেয়। স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সন্ত্রাসীদের বিরুদ্ধে। তাই তারা বারবার অন্যায় করে যাচ্ছে। প্রশাসন যদি এসব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে দেশ এসব অপরাধীর হাতে চলে যাবে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস বলেন যদি কোনো সংবাদকর্মীকে হুমকি দিয়ে থাকে লিখিত অভিযোগ দেন। আমরা আইনগত ব্যবস্থা নেব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT