নির্বাহী হাকিমের যাত্রী সেজে খেয়া ঘাটে অভিযান, জরিমানা আদায় নির্বাহী হাকিমের যাত্রী সেজে খেয়া ঘাটে অভিযান, জরিমানা আদায় - ajkerparibartan.com
নির্বাহী হাকিমের যাত্রী সেজে খেয়া ঘাটে অভিযান, জরিমানা আদায়

3:28 pm , July 4, 2022

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলায় নদী পারাপারের খেয়া নৌকায় যাত্রীবেশে নির্বাহী হাকিম অভিযান করে জরিমানা আদায় করেছেন। সোমবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবুজর মো. ইজাজুল হক। তিনি জানান, উপজেলার দুধল ইউনিয়নের গোমা খেয়া ঘাটের ইজরাদার সাধারন যাত্রীদের সাথে দীর্ঘ দিন ধরে দুর্ব্যবহার করে। এছাড়াও ৬ টাকার নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ থেকে ১০০ টাকা করে নেয় বলে অভিযোগ পেয়েছি।নির্বাহী হাকিম বলেন, ভ্রাম্যমান আদালতের দল নিয়ে হাজির হলে সত্যতা নিশ্চিত করা যায় না। কিংবা কেউ স্বীকারও করে না। তাই নিজে একটি অটোতে অরোহী হয়ে ঘাটে গিয়েছেন বলেন নির্বাহী হাকিম। সেখানে গিয়ে সত্যতা পেয়ে ঘাট ইজারাদারদের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT