মহানবী (স:) কে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন মহানবী (স:) কে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন - ajkerparibartan.com
মহানবী (স:) কে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন

3:11 pm , June 17, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মহানবী (স.) নিয়ে কটুক্তির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। শুক্রবার নগরীর সদর রোডে মানববন্ধন ও সমাবেশ করেছে জমিয়তে হিযবুল্লাহ’র জেলা ও মহানগর কমিটি। ছারছীনা পীর শাহ্ছুফী কুতুবুল আলম অলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মাদ মোহিবুল্লাহ পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে সারাদেশের অংশ হিসেবে নগরীতে এ কর্মসুচীতে সভাপতিত্ব করেন জামে এবায়েদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ। প্রধান অতিথি ছিলেন ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ মো. শারাফাত আলী। বক্তব্য রাখেন জমইয়াতে হিযবুল্লাহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা নেছার উদ্দিন আহমেদ, যুব হিযবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কাজী মফিজ উদ্দিন জেহাদী, ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব এনায়েত উল্লাহ ফয়রাবি, বরিশাল জেলার সাধারন সম্পাদক মুফতি মাওলানা দেলোয়ার হোসেন, বরিশাল জেলা যুব হিযবুল্লাহ সভাপতি মোঃ বশিরুল ইসলাম, বরিশাল জেলা ও মহানগর ছাত্র হিযবুল্লাহ সভাপতি মাওলানা মোঃ জাহিদুল ইসলাম ও মাওলানা সুলতান মাহমুদ, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আ. মন্নান, সাধারন সম্পাদক মাওলানা সামসুল আলম, মাওলানা আব্দুর রব ও চকবাজার জামে এবায়েদুল্লাহ মসজিদ কমিটির সাধারন সম্পাদক সামসুল আলম। প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ সরকার এ ঘটনায় কোন ধরনের প্রতিবাদ না জানানোর কারনে তাদের প্রতি নিন্দা জানিয়ে বলেন অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করার আহবান জানিয়েছেন। এছাড়াও ভারতীয় পন্য বর্জনের আহবান জানানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT