3:15 pm , June 15, 2022
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী ॥ পিরোজপুরের সরকারি কাউখালী মহাবিদ্যালয়ে শিক্ষক সংকট থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। কলেজ সূত্রে জানা গেছে, অধ্যক্ষ, উপাধ্যক্ষের পদ খালি রয়েছে। সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের অধিকাংশ পদ শূন্য রয়েছে। এরমধ্যে পরিসংখ্যান, গণিত ও ইসলাম শিক্ষা বিষয়ে কোনো শিক্ষক নেই। যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞানে এক জন করে শিক্ষক রয়েছে। অথচ প্রতিটি বিষয় ৩ জন করে শিক্ষক থাকার কথা। এছাড়া ৮ জন অফিস সহায়কের পদ খালি রয়েছে। এছাড়াও ক্লাসরুমের সংকটসহ ঝুঁকিপূর্ণ ভবনের ক্লাস করা হচ্ছে। বর্তমানে উক্ত কলেজে প্রায় ২ হাজার ৭ শত জন ছাত্র-ছাত্রী রয়েছে। কলেজ ছাত্র অন্ত জানান শিক্ষক সংকটের কারণে আমাদের লেখাপড়া চরম বিঘœ ঘটছে। ২০১৮ সালের ৮ আগস্ট কলেজটি সরকারিকরণ করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নজরুল ইসলাম জানান শিক্ষক সংকট থাকার কারণে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।