3:22 pm , June 14, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বেসরকারী নাসিং প্রশিক্ষন কলেজের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আত্মহত্যার চেষ্টাকারী ছাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলেজের পরিচালক ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নগরীর সিএন্ডবি রোডের বেসরকারী ডিডাব্লিউএফ নাসিং কলেজের পরিচালক লিটু আত্মহত্যার চেষ্টার ঘটনা শিকার করে বলেন, ছাত্রীর অভিভাবক তাকে বাড়ীতে নিয়ে গেছে।
কিন্তু হাসপাতাল সুত্রে জানা গেছে, অভিভাবক হয়ে পরিচালক নিজেই ছাত্রীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে পাঠিয়েছে।
সুত্র জানায়, আত্মহত্যা চেষ্টাকারী ওই ছাত্রী কলেজের মিডওয়াইফারী প্রথম বর্ষের ছাত্রী। স্বরুপকাঠির বাসিন্দা ওই ছাত্রী ওই কলেজের নগরীর গাজী হলের ৬ তলায় বাস করতো। কলেজ পরিচালকসহ একাধিক জনের সাথে ছাত্রীর অনৈতিক সম্পর্ক রয়েছে। কি কারনে আত্মহত্যার চেষ্টা করেছে। জানা যায়নি। প্রতিবেদকের কাছে ওড়না দিয়ে ফ্যানের সাথে ছাত্রীর ঝুলে থাকার ছবিও রয়েছে।