গ্রামবাসীর জন্য রাস্তা চাওয়ায় চাঁদপুরার চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা গ্রামবাসীর জন্য রাস্তা চাওয়ায় চাঁদপুরার চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
গ্রামবাসীর জন্য রাস্তা চাওয়ায় চাঁদপুরার চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা

3:18 pm , June 8, 2022

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রী ও এলাকাবাসীর জন্য রাস্তা চাওয়ায় চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ খান ও ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মাজহারুল ইসলাম কালামের বিরুদ্ধে মামলা করেছেন পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী আলী আজিম খান ও তার লোকেরা। ইতিমধ্যেই ব্যক্তিগত জায়গায় বেড়া তুলে দিয়ে সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের হাঁটাচলা বন্ধ করে দিয়েছেন তিনি। যদিও আলী আজিম খান বলেছেন, আমার জায়গা না ওটি। অন্যলোকের জায়গা। ঐ জায়গা সে কাউকে দেবে না। তারা জোর করে জায়গা নিতে চেষ্টা করছে। চেয়ারম্যানের বাপের সাথে রাজনীতি করেছি আমি। তার জায়গার দরকার আমার সাথে আলোচনা করতো। তারপরও চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। এদিকে চেয়ারম্যান, ইউপি সদস্যসহ গ্রামবাসীর দাবী, দীর্ঘদিন আলী আজিম খানের ঐ জমির উপর দিয়ে সরু পায়ে চলা পথে আমাদের চলাচল ছিলো। নির্বাচনের সময় আলী আজিম খান প্রতিশ্রুতিও দিয়েছিলেন স্কুল এন্ড কলেজের পূর্ব পাশ দিয়ে সংযোগ সড়ক করে দেবেন বলে জানান ইউপি সদস্য মাজহারুল ইসলাম কালাম। তিনি বলেন, নির্বাচনে হেরে যেয়ে আলী আজিম খান নিজের জমিতে বেড়া তুলে দিয়েছেন। কাউকে হাঁটাচলা করতে দিচ্ছেন না। তালুকদার হাট ও গজনীর দিঘী এলাকার বাসিন্দারা কয়েকজন অভিযোগ করে বলেন, এতে স্কুলের উত্তর ও পূর্বপাশের সড়কে চলাচলকারী ছাত্রছাত্রীসহ প্রায় দশ গ্রামের পাঁচ হাজারের বেশি মানুষের যাতায়াত সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্য তার কাছে জমি দেয়ার অনুরোধ জানাতে গেলে তিনি তাদের নামে জোরজবরদস্তি করে জমি দখলের মামলা করেছেন বলে জানালেন চেয়ারম্যান জাহিদ খান। ৭ জুন রাতে ৮ জুন সকালে বরিশালের আদালতে একটা মামলা নিয়ে ব্যস্ত আছি জানিয়ে আলী আজিম খান বলেন, বরিশাল শহরে আছি আমি। আগামীকাল মামলার পরে কথা বলুন। ৮ জুন আলী আজিম খান জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। জমি আমার নয়, যার জমি সে মামলা করেছেন। তবে এলাকাবাসীর স্বার্থে ও স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীদের হাঁটাচলার পথ দিতে আপোষ মীমাংসার মাধ্যমে রাস্তা দিতে সম্মত হয়েছেন আলী আজিম খান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT