3:27 pm , June 3, 2022
ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মাহাফুজ ইসলাম উজ্জলকে (২৮) কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে দক্ষিণ – পূর্ব ভান্ডারিয়ার আব্দুস সালাম চুন্নু আকনের ছেলে। জানা গেছে, ভান্ডারিয়া থানা পুলিশ পৌর শহরের বাসস্ট্যান্ড বিআরটিসি কাউন্টারের সামনে ২১ পিস ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। এ বিষয়ে ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.মেহেদী হাসান জানান, এসআই জিয়াউর বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। মামলার আসামী হিসেবে তাকে কারাগারে পাঠানো হয়েছে।