আজ থেকে শুরু বুস্টার ডোজ সপ্তাহ নগরীতে লক্ষ্যমাত্রা ৫০ সহস্রাধিক আজ থেকে শুরু বুস্টার ডোজ সপ্তাহ নগরীতে লক্ষ্যমাত্রা ৫০ সহস্রাধিক - ajkerparibartan.com
আজ থেকে শুরু বুস্টার ডোজ সপ্তাহ নগরীতে লক্ষ্যমাত্রা ৫০ সহস্রাধিক

3:23 pm , June 3, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ থেকে নগরীতে শুরু হচ্ছে বুস্টার ডোজ কার্যক্রম। যা চলবে ১০ জুন পর্যন্ত। বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ বলছে, নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া চলমান ৯ টি কেন্দ্রতো থাকছেই। সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শুভ্র বলেন, বাস্তবতা হচ্ছে নগরীর অধিকাংশ মানুষ বুস্টার ডোজ নিয়ে ফেলেছে। তারপরও এই ৭ দিনের এই কর্মসূচীতে ৫০ সহ¯্রাধিক মানুষকে বুস্টার ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতিটি ওয়ার্ডের ইপিআই টিকা কেন্দ্রে বুস্টার ডোজ গ্রহন করা যাবে। স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৮ বছর ও তদূর্ধ্ব সবাই বুস্টার ডোজ নিতে পারবেন। তবে অবশ্যই দ্বিতীয় ডোজ গ্রহনের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এই সাতদিনের যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া যাবে। তবে, টিকাকেন্দ্রে আসার সময় সবাইকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। এক্ষেত্রে সঙ্গে টিকা কার্ড আনা বাধ্যতামূলক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT