কাঠালিয়ায় ৩ টি ডায়াগনস্টিক সেন্টার সহ ক্লিনিক বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত!! কাঠালিয়ায় ৩ টি ডায়াগনস্টিক সেন্টার সহ ক্লিনিক বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত!! - ajkerparibartan.com
কাঠালিয়ায় ৩ টি ডায়াগনস্টিক সেন্টার সহ ক্লিনিক বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত!!

3:40 pm , May 30, 2022

কাঠালিয়া প্রতিবেদক ॥ কাঠালিয়ায় অনিবন্ধিত ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩টি ডায়গনিক সেন্টার ও একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। অন্য একটি ডায়াগনিস্টিক সেন্টারকে এক মাসের সময় দিয়ে প্রয়োজনীয় শর্তাবলী পূরণের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার বিকেল উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপশ কুমার তালুকদার জানান, অনিবন্ধিত ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আমুয়ার রিভিরভিউ ক্লিনিকি ও ডায়াগনিস্টিক সেন্টার, কাঠালিয়া সদর বাসস্ট্যান্ডে নূর ডায়াগনিস্টিক সেন্টার ও বিসমিল্লাহ ডায়াগনিস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। নবায়ন না থাকায় কাঠালিয়া উপজেলা সদরের লাইফ কেয়ার ডায়াগনিস্টিক সেন্টারকে ৩০ দিনের সময় দিয়ে প্রয়োজনীয় শর্তাবলী পূরণের নির্দেশ দেয়া হয়েছে। কাঠালিয়া ডায়াগনিস্টিক ও আমুয়ার সাউথ এ্যাপোলো ক্লিনিকি কর্তৃপক্ষ ভ্রাম্যমান আদালতকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে সক্ষম হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT