বিসিসির গৃহকরের কপি জালিয়াতির অভিযোগে আটক ১ বিসিসির গৃহকরের কপি জালিয়াতির অভিযোগে আটক ১ - ajkerparibartan.com
বিসিসির গৃহকরের কপি জালিয়াতির অভিযোগে আটক ১

3:30 pm , May 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের বাসিন্দাদের হোল্ডিং ট্যাক্সের (গৃহ কর) কপি জালিয়াতির মাধ্যমে তৈরি করে পানি সংযোগের আবেদন তৈরির অভিযোগে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর ফজলুল হক এভিনিউ এলাকার একটি দোকান থেকে তাকে আটক করা হয় বলে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নগর ভবনের কর শাখার কর নির্ধারক মো. বেলায়েত হাসান বাবলু জানান। আটক ওই ব্যক্তি হলো- মো. মামুন হাওলাদার। সে নগরীর ২৫ নং ওয়ার্ডের রুস্তুম হাওলাদারের ছেলে। বিসিসি সুত্র জানিয়েছে, মামুন দুপুরে নগরীর ফজলুল হক এভিনিউ এলাকার একটি দোকানে বসে জালিয়াতির আশ্রয় নিয়ে গৃহ করের কপি তৈরি করে। পরে ঘরে পানির সংযোগ নেয়ার জন্য করা আবেদনে সংযুক্ত করে। তখন ওই দোকানে কর শাখার একজন অফিস সহায়ক গিয়ে বিষয়টি দেখতে পায়। সে বিষয়টি কর শাখার কর্মকর্তাদের অবহিত করে। খবর পেয়ে কর কর্মকর্তা আজিজুর রহমান অন্যান্য স্টাফদের নিয়ে সেখানে গিয়ে মামুনকে হাতেনাতে আটক করে। পরে তাকে নগর ভবনের পানি শাখায় আনা হয়। সেখানে এনে মামুনের সাথে থাকা কাগজপত্র পর্যালোচনা করা হয়। কাগজ পত্র পর্যালোচনা করে দেখা যায়, সে নগরীর ২৫ নং ওয়ার্ডের গ্যাস টারবাইন এলাকার জনৈক ইউসুফ হাওলাদারের নামে থাকা ৮৮৩ নং হোল্ডিংয়ের মূল মালিকের নাম পরিবর্তন করে একই এলাকার জনৈক মো. জাকিরের নাম সংযুক্ত করেছে। জিজ্ঞাসাবাদে মামুন স্বীকার করেছে সে নগরীর রুপাতলী এলাকার বাস টার্মিনাল সংলগ্ন কম্পিউটার কম্পোজের দোকান মের্সাস মনি মুক্তা থেকে জালিয়াতির মাধ্যমে কপি তৈরি করেছে। মামুন আরো স্বীকার করেছে, জাকির নামে এক ব্যক্তির হোল্ডিং নম্বর নেই। কিন্তু তার সিটি কর্পোরেশনের সরবরাহ করা পানির সংযোগ প্রয়োজন। পানির সংযোগ এনে দেয়ার জন্য আবেদন করলে হোল্ডিং নম্বর দিতে হবে। তাই জাকিরের সংযোগ সাথে চুক্তি করেছে মামুন। চুক্তি অনুযায়ী জাকিরের ঘরে পানি সংযোগ নেয়ার জন্য আবেদনে গৃহ নং ও করের কপি জালিয়াতির মাধ্যমে তৈরি করেছে। বিসিসি জানায়, ইউসুফ হাওলাদার ও জাকিরের বাবার নাম একই। তাই ইউসুফ হাওলাদারের গৃহ করের কপি স্ক্যান করে নাম পরিবর্তন করেছে। উভয়ের বাবার নাম ও ঠিকানা একই থাকার কারনে জালিয়াতি করা সহজ হয়েছে। মামুনের স্বীকারোক্তি ও সাথে থাকা কাগজপত্র যাচাই করে জালিয়াতির বিষয় প্রমান হওয়ায় তাকে পুলিশে দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে। কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, খবর পেয়ে মামুনকে আনা হয়েছে। নগর ভবন মামলা দেয়নি। দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT