ক্রীড়ার মান উন্নয়নে সহযোগিতার আশ্বাস সিটি মেয়রের ক্রীড়ার মান উন্নয়নে সহযোগিতার আশ্বাস সিটি মেয়রের - ajkerparibartan.com
ক্রীড়ার মান উন্নয়নে সহযোগিতার আশ্বাস সিটি মেয়রের

3:24 pm , May 26, 2022

বঙ্গবন্ধু ও বঙ্গমাতায় জেলায় চ্যাম্পিয়ন সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশালের ক্রীড়ার মান উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেছেন, খেলাধুলার কোন বিকল্প নেই। নিজেদের স্বাস্থ্য ভালো রাখতেই সকলকে খেলাধুলায় আরো বেশী মনোযোগী হতে হবে। তিনি বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের বালিকা (অনুর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এ সকল কথা বলেন। এর আগে বরিশাল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল আউটার স্টেডিয়াম মাঠে বিকেলে অনুষ্ঠিত খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে বরিশাল সিটি কর্পোরেশন একাদশ ৩-০ গোলে মেহেন্দিগঞ্জ উপজেলা দলকে এবং দুপুরে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপে বরিশাল সিটি কর্পোরেশন একাদশ ৫-০ গোলে মেহেন্দিগঞ্জ উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) আলী আশরাফ ভূঞা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার উপ-পরিচালক আনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT