নগরীতে চলছে ইজিবাইক ও অটোরিকশায় নম্বরিং প্রতিযোগিতা নগরীতে চলছে ইজিবাইক ও অটোরিকশায় নম্বরিং প্রতিযোগিতা - ajkerparibartan.com
নগরীতে চলছে ইজিবাইক ও অটোরিকশায় নম্বরিং প্রতিযোগিতা

3:47 pm , May 25, 2022

বিশেষ প্রতিবেদক ॥ ইজিবাইক ও অটোরিকশা চালকদের নিয়ে চমৎকার খেলা শুরু হয়েছে বরিশাল শহরে। একদল বলছেন, রেজিষ্ট্রেশন নিন, গাড়ি চালান, আমরা সব সুবিধা দেব। আর অন্যদল বলছেন, রেজিষ্ট্রেশন নয়, লাইসেন্স চাই। আর এই চাওয়া-পাওয়ার যুদ্ধে সিরিয়াল নম্বর বসানোর প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশ ইজিবাইক ও অটোরিকশা শ্রমিক সংগ্রাম পরিষদ ও শ্রমিক কল্যাণ সংগঠন নামের দুটি সংগঠন। গত ১৬ মে নগরীর অশ্বিনী কুমার হল ও সদর রোডে টোকেন চাই না, লাইসেন্স দিন দাবী নিয়ে সমাবেশ করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সমর্থিত শ্রমিক সংগ্রাম পরিষদ। বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর নেতৃত্বে তারা লাইসেন্সের দাবীতে স্মারক লিপি দেন জেলা প্রশাসক বরাবরে। একইদিনে বঙ্গবন্ধু উদ্যানে টোকেন নিন, গাড়ি চালান শ্লোগান তুলে সমাবেশ করে বাংলাদেশ ইজিবাইক ও অটোরিকশা কল্যাণ সংগঠন। এখানে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ চালকদের তিনমাসের মধ্যে সব সুযোগ সুবিধাসহ টোকেন বা পরিচয়পত্র দেয়ার ঘোষণা দেন। এর পরপরই দুপক্ষই গাড়ির সামনে গ্লাসের উপর শ্রমিক কল্যান সংগঠন ও পরিষদ নামে সিরিয়াল নম্বর বসানোর প্রতিযোগিতা শুরু করেছে। বেলস পার্কে শ্রমিক কল্যাণ সংগঠনের ব্যানারে ১৬ মে থেকে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার নাম্বারসহ স্টিকার লাগানো হয়েছে। এদিক দিয়ে অনেক পিছিয়ে বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী সমর্থিত সংগ্রাম পরিষদের স্টিকার নম্বর। সেখানে এখন পর্যন্ত মাত্র ২০০০ এর কাছাকাছি স্টিকার লেগেছে বলে জানালেন ইজিবাইক চালকদের একাংশ। সরেজমিনে ২৫ মে বুধবার দুপুরে বঙ্গবন্ধু উদ্যানে সিরিয়াল নম্বর বসাতে দেখা গেছে প্রায় ২০০ গাড়িতে। তারপরও অজ্ঞাত কারণে এখনো কোনো রেজিষ্ট্রেশন হয়নি বলে জানালেন শ্রমিক লীগের সভাপতি পরিমল দাস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT