3:05 pm , May 21, 2022
পরিবর্তন ডেস্ক ॥ নগরীতে কৃষ্ণচূড়া কবি-সাহিত্যিক বলয়ের ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে কবি মিলনমেলা ও কবি জীবনানন্দ দাস সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দিনভর নগরীর সদর রোডের আর্য্যলক্ষ্মী হলে এই মিলনমেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বিজ্ঞানী ও কবি ড. জাহাঙ্গীর আলম রুস্তুম।কৃষ্ণচূড়া কবি-সাহিত্যিক বলয়ের সভাপতি মাসুম আহমেদ রানার সভাপতিত্বে মিলনমেলায় বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী ও কবি আব্দুল হক চাষী, কবি অপূর্ব গৌতম এবং সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ।দিনভর অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন স্থানের ৬০ জন কবি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী সকল কবিকে কবি জীবনানন্দ দাস সাহিত্য পুরস্কার এবং সন্মাননা প্রদান করা হয়।