নগরীর তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা নগরীর তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - ajkerparibartan.com
নগরীর তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

3:07 pm , May 11, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ অতিরিক্ত মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রি বিক্রি করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দিনভর নগরীর বাজার রোড, হাটখোলা এবং পিঁয়াজ পট্টি এলাকায় অভিযান করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ সোয়েব এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারি পরিচালক শাহ সোয়েব বলেন, নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রয় করায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স পুলিন বিহারী ঘোষ স্টোরকে ৪০ হাজার টাকা, মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং মেসার্স নিউ রায় এন্ড ব্রাদার্সকে ৩০ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে হাটখোলা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে পূর্বের দামে ক্রয়কৃত ৩ ড্রাম তেল প্রতি লিটার পূর্ব মূল্য ১৩৬ টাকা দামে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT