কীর্তনখোলা নদীতে ১৫ নৌযান থেকে জরিমানা আদায় কীর্তনখোলা নদীতে ১৫ নৌযান থেকে জরিমানা আদায় - ajkerparibartan.com
কীর্তনখোলা নদীতে ১৫ নৌযান থেকে জরিমানা আদায়

3:08 pm , May 8, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নৌ পথের নিরাপত্তায় কীর্তনখোলা নদীতে বিশেষ অভিযানে ৪ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার নৌ পরিবহন অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম দিন সার্ভে সনদ না থাকা, অপর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম, প্রশিক্ষিত নাবিক না থাকা এবং অতিরিক্ত পণ্য ও যাত্রী বোঝাইয়ের অভিযোগে ১৫টি নৌযান থেকে ৪ লক্ষাধিক টাকা জরিমানআদায় করা হয়েছে। নৌ পরিবহন অধিদপ্তরের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ঝড়ের মৌসুম আসন্ন। এ কারণে নৌ পথের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে নৌ পরিবহন অধিদপ্তর। এর অংশ হিসেবে রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত কীর্তনখোলা নদীতে বিভিন্ন নৌযানের কাগজপত্র যাচাই করা হয়।
এ সময় সার্ভে সনদ না থাকা, অপর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম, প্রশিক্ষিত নাবিক না থাকা এবং অতিরিক্ত পণ্য ও যাত্রী বোঝাইয়ের অভিযোগে ৭টি স্পীডবোট, ২টি অয়েল ট্যাংকার, ১টি বালুবাহী বলগেট এবং পণ্য বোঝাই ৫টি নৌযান থেকে ৪ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া আরও কিছু নৌযানকে সতর্ক করে দেওয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT