কীর্তনখোলা নদীতে ১৫ নৌযান থেকে জরিমানা আদায় কীর্তনখোলা নদীতে ১৫ নৌযান থেকে জরিমানা আদায় - ajkerparibartan.com
কীর্তনখোলা নদীতে ১৫ নৌযান থেকে জরিমানা আদায়

3:08 pm , May 8, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নৌ পথের নিরাপত্তায় কীর্তনখোলা নদীতে বিশেষ অভিযানে ৪ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার নৌ পরিবহন অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম দিন সার্ভে সনদ না থাকা, অপর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম, প্রশিক্ষিত নাবিক না থাকা এবং অতিরিক্ত পণ্য ও যাত্রী বোঝাইয়ের অভিযোগে ১৫টি নৌযান থেকে ৪ লক্ষাধিক টাকা জরিমানআদায় করা হয়েছে। নৌ পরিবহন অধিদপ্তরের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ঝড়ের মৌসুম আসন্ন। এ কারণে নৌ পথের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে নৌ পরিবহন অধিদপ্তর। এর অংশ হিসেবে রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত কীর্তনখোলা নদীতে বিভিন্ন নৌযানের কাগজপত্র যাচাই করা হয়।
এ সময় সার্ভে সনদ না থাকা, অপর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম, প্রশিক্ষিত নাবিক না থাকা এবং অতিরিক্ত পণ্য ও যাত্রী বোঝাইয়ের অভিযোগে ৭টি স্পীডবোট, ২টি অয়েল ট্যাংকার, ১টি বালুবাহী বলগেট এবং পণ্য বোঝাই ৫টি নৌযান থেকে ৪ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া আরও কিছু নৌযানকে সতর্ক করে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT