বৃষ্টিস্নাত সকালে স্বস্তির ঈদ বরিশালে বৃষ্টিস্নাত সকালে স্বস্তির ঈদ বরিশালে - ajkerparibartan.com
বৃষ্টিস্নাত সকালে স্বস্তির ঈদ বরিশালে

3:19 pm , May 6, 2022

পরিবর্তন ডেস্ক ॥ বৃষ্টিস্নাত ঈদের সকাল আশীর্বাদ হয়ে এসেছিল বরিশালে। সকালে নগরীর হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হয়। এরপর সকাল সাড়ে নয়টার দিকে কালো মেঘে ছেয়ে যায় আকাশ। একপশলা বৃষ্টি নামে। এতে অসহনীয় গরমে স্বস্তি ফেরে নগরীতে। মার্চে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও তাপমাত্রা ছিল অসহনীয়। আর এপ্রিলে এক ফোঁটা বৃষ্টিও ঝরেনি বরিশালে। এ কারণে পবিত্র রমজান মাসজুড়ে ছিল অসহনীয় গরম। এতে স্বাভাবিক ছন্দ হারায় জনজীবন। আবহাওয়ার এই চরম ভাবাপন্ন অবস্থার মধ্যেই পালিত হয় খুশির ঈদ। ঈদের খুশির বার্তার সঙ্গে করে বরিশালে এসেছে স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার সকালে ঈদের দিন ঈদ জামাতের পর কালো মেঘে ছেয়ে যায় নগরীর আকাশ। তারপর নামে বৃষ্টি, খুব বেশি সময় তা স্থায়ী হয়নি। তবে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলেছে সাময়িক।করোনা মহামারির কারণে টানা দুই বছর বরিশালের কোনো ঈদগাহে ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়নি। এ বছর করোনার সংক্রমণ অনেকটা কমে আসায় বরিশাল নগরী এবং বিভাগের সর্বত্র ঈদের জামাত হয় ঈদগাহে। বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগরীর প্রধান জামাতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনয়িাবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গির সহ নগরীর বিশিষ্টজনেরা নামাজ আদায় করেন। নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মছজিদের খতিব আলহাজ হজরত মাওলানা নুরুর রহমান বেগ এখানে ইমামতি করেন।তবে সকাল পৌনে ১০টার পর থেকে বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারী বৃষ্টিপাতে অনেক এলাকাতেই দ্বিতীয় জামাতে কিছুটা বিঘœ ঘটে। দুঃসহ গরমের পরে এ বৃষ্টি জনমনে যথেষ্ঠ স্বস্তি দিলেও ঈদের আনন্দে ছন্দপতনও ঘটে।দক্ষিণাঞ্চলের সর্ববৃহত ঈদ জামাত অনুষ্ঠিত হয় ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে । দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জাকেরান ও আশেকান সহ মুসুল্লীয়ানগন এ দরবার শরিফে ঈদের নামাজ আদায় শেষে বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের রওজা শরিফ জিয়ারতে অংশ নিয়ে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে পানাহ চেয়ে রহমত ভিক্ষা চান।বরিশাল মহানগরীতে নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মছজিদ ও সদর রোড বায়তুল মোকাররাম মসজিদ ও কেন্দ্রীয় জামে কসাই মসজিদে দুটিকরে জামাত অনুষ্ঠিত হয়েছে।এছাড়া বরিশাল ল কলেজ জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, নুরিয়া স্কুল জামে মসজিদ, কালু খানবাড়ি মসজিদ, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, বটতলা হাজী উমর শাহ মসজিদ, সার্কুলার রোড মোল্লা বাড়ি জামে মসজিদ, জেলখানা মসজিদ, অক্সফোর্ড মিশন রোড বাইতুল নূর ইদ্রিসিয়া জামে মসজিদ, নবগ্রাম রোড-চৌমুহনী মসজিদ এ নুর, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ মসজিদ, সরকারী বিএম কলেজ মসজিদ ও সরকারী বরিশাল কলেজ মসজিদ সহ নগরীর ছোট বড় সব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।তবে বরিশালে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে চরমোনাই দরবার শরিফ ময়দানে। হজরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম পীর ছাহেব চরমোনাই এখানে ইমামতি করেন। এছাড়া পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরিফ মাঠে ও ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসা মাঠেও বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর মির্জাগঞ্জ হজরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ) ছাহেবের দরবার শরিফ মাঠেও বিপুল সংখ্যক মুসুল্লীয়ান ঈদের জামাত নামাজ আদায় করেন।বরিশালের উজিরপুরে দেশের অন্যতম দৃষ্টিনন্দন বায়তুল আমান জামে মসজিদেও জেলার বিভিন্ন এলাকার মুসুল্লীয়ানগন ঈদের নামাজ আদায় করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT