বাকেরগঞ্জে হত্যা মামলার আসামী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ বাকেরগঞ্জে হত্যা মামলার আসামী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - ajkerparibartan.com
বাকেরগঞ্জে হত্যা মামলার আসামী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

3:08 pm , April 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছে এক পুলিশ কর্মকর্তা। সোমবার রাতে বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। এতে আহত বাকেরগঞ্জ থানার এএসআই কৃষ্ণ কান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হত্যা মামলার আসামী মনির হাওলাদার ও তার স্ত্রী কুলসুম বেগমকে গ্রেফতার করেছে। বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, ১৯ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামে মামুন মেম্বার ওরফে হাতকাটা মামুন এবং রনি মোল্লার লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মামুনের সহযোগীরা রনি মোল্লা ও তার দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আহতদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর রাত সাড়ে ৩টার দিকে রনিকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। এই ঘটনায় হত্যা মামলা হলে তাৎক্ষণিক হত্যা মামলার আসামী সাইফুল মৃধাকে গ্রেফতার করে পুলিশ। এর ধারাবাহিকতায় বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে শর্শী তদন্ত কেন্দ্রের ইনচার্জ তারিক হাসান রাসেলের নেতৃত্বে এক দল পুলিশ সোনাপুর গ্রামে হত্যা মামলার ১৪নম্বর আসামী মনির হাওলাদারকে গ্রেফতার করতে যায়। তখন তার স্ত্রী কুলসুম বেগম ঘরে থাকা ধারালো বটি দিয়ে এএসআই কৃষ্ণ কান্ত মিত্রের মাথায় আঘাত করে। এতে তার মাথায় গুরুতর হয়েছে। পরে আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং মনিরের সহযোগীরা পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে ব্যর্থ হয়ে পালিয়ে যায়। আহত এএসআইকে বরিশাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ( বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার জানান, আসামী ছিনিয়ে নিতে মনিরের স্ত্রী পুলিশের উপর হামলা করেছে। এই ঘটনায় কুলসুমকে প্রধান আসামী করে মামলা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT