বিশেষ কর্মসূচীর ৩ দিনে নগরীর ৫৫ হাজার ব্যক্তির টিকা গ্রহন বিশেষ কর্মসূচীর ৩ দিনে নগরীর ৫৫ হাজার ব্যক্তির টিকা গ্রহন - ajkerparibartan.com
বিশেষ কর্মসূচীর ৩ দিনে নগরীর ৫৫ হাজার ব্যক্তির টিকা গ্রহন

3:33 pm , February 28, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা প্রতিষেধ প্রথম ডোজের গনটিকা কার্যক্রমের ৩ দিনে নগরীর প্রায় ৫৫ হাজার ব্যক্তি টিকা গ্রহন করেছেন। গতকাল কর্মসূচীর শেষে এ তথ্য জানিয়েছে বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শুভ্র বলেন ৩ দিনের গন টিকা কার্যক্রমে সিটি করপোরেশনের প্রায় ৫৫ হাজার মানুষ টিকা গ্রহন করেছেন। এর মধ্যে কর্মসূচীর প্রথম দিন ২৬ ফেব্রুয়ারী ১ দিনেই টিকা নিয়েছেন ৪০ হাজারের বেশী মানুষ। তিনি আরো বলেন কর্মসূচী শুরু করার আগে মানুষ কে অবহিত করার জন্য নগরী ঝুড়ে ব্যাপক প্রচার প্রচারনা চালানো হয়েছে। যে কারনে টার্গেটের বেশী সংখ্যক মানুষ টিকা গ্রহন করতে সক্ষম হয়েছে। সফল করার বলেন প্রসঙ্গত বিশেষ কর্মসূচী বাস্তায়ন করার জন্য মেয়রের নির্দেশে নগরীর ৩০ টি ওয়ার্ডে ২১ টি কেন্দ্র করা হয়। এছাড়া ১০টি মাইক্রোবাসে ভ্রাম্যমান ভাবে টিকা দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT