বাবুগঞ্জে নির্বাহী অফিসারের বাসভবন হস্তান্তরের পূর্বেই ছাদ থেকে পানি পড়ার অভিযোগ বাবুগঞ্জে নির্বাহী অফিসারের বাসভবন হস্তান্তরের পূর্বেই ছাদ থেকে পানি পড়ার অভিযোগ - ajkerparibartan.com
বাবুগঞ্জে নির্বাহী অফিসারের বাসভবন হস্তান্তরের পূর্বেই ছাদ থেকে পানি পড়ার অভিযোগ

2:41 pm , January 12, 2022

 

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নব-নির্মিত বাসভবন হস্তান্তরের আগেই ছাদ থেকে পানি চুয়ে পানি পড়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ পেয়ে বুধবার সকাল ১১টার দিকে সরেজমিন তদন্তে এসেছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরীফ মোঃ জামাল উদ্দিন। জানা গেছে, এলজিইডি’র তত্ত্বাবধানে ২০১৬-২০১৭ অর্থ বছরে ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ৫৮২ টাকার ব্যয়ে ইউএনও’র বাস ভবনের নির্মান কাজ শুরু করা হয়। ইউএনও আমীনুল ইসলাম বলেন, বৃষ্টি হলে নতুন নির্মিত ভবনের ছাদ চুয়ে পানি, প্লান্বিংয়ের পাইপ ও সিলিং ফ্যানের পয়েন্ট দিয়ে ছাদের পানি পড়ে দেয়াল নষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার চিঠি দিয়ে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেন ইউএনও। এর প্রেক্ষিতে এলজিইডি নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বুধবার সকালে নব-নির্মিত ভবন পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী দেওয়ান মো. আবদুস ছবুর,উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর সজল। নির্বাহী প্রকৌশলী শরীফ মোঃ জামাল উদ্দিন ভবনটি পরিদর্শন করে সমস্যা খতিয়ে দেখেন এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নতুন ভবন হস্তান্তরের নির্দেশ দেন। নির্বাহী প্রকৌশলী উপজেলা চত্বরে ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পরিদর্শন করেন। এ সময় ম্যুরাল মঞ্চে উঠার সিড়ির ধাপের প্রস্থ আরো বাড়িয়ে কাজ করার জন্য উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT