পদ্মা সেতু ও পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চল হবে বিজনেস হাব -পানি সম্পদ প্রতিমন্ত্রী পদ্মা সেতু ও পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চল হবে বিজনেস হাব -পানি সম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
পদ্মা সেতু ও পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চল হবে বিজনেস হাব -পানি সম্পদ প্রতিমন্ত্রী

3:07 pm , January 8, 2022

 

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার তালতলী বাজার থেকে লামছরিহাট পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তি উদ্বোধনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, নতুন প্রজন্মকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে প্রধানমন্ত্রীর লক্ষ্য অনুযায়ী সমৃদ্ধশালী দেশ হবে। গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। ‘পদ্মা সেতু ও পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চল হবে বিজনেস হাব। তখন বরিশালে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। কিন্তু সেই তুলনায় দক্ষ জনবল গড়ে উঠছে না। চাকরির সুযোগ নিতে নতুন প্রজন্মকে লেখাপড়ার মাধ্যমে মেধা ও দক্ষতা উন্নয়ন করতে হবে। তাহলে তারাই নতুন কর্মসংস্থান পাবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন দুখী মানুষের পাশে দাড়াতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে কোন এলাকা ভাঙ্গলে যেন তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হয়। কারন ওই এলাকার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই সরকার আমাকে একটি গুরুত্বপূর্ন পদে বসিয়েছেন। আজ শনিবার দুপুরের দিকে নামফলক উন্মোচন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার, নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, তালতলী বাজার থেকে লামছরিহাট পর্যন্ত ৩ কিলোমিটার বিটুমিনাস কার্পেটিং সড়কটি দির্ঘদিন ধরে যান চলাচলের অনুপযোগী। একটি প্রকল্পের আওতায় ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। সড়কটি নির্মিত হলে ওই এলাকার অর্ধ লক্ষাধিক মানুষ উপকৃত হবে জানিয়েছেন তারা। উদ্বোধন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী চরবাড়িয়া ও শায়েস্তাবাদ এলাকার ২ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT