প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা - ajkerparibartan.com
প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

2:59 pm , January 1, 2022

 

নিজস্ব প্রতিবেদক ॥ করোনাকালে ‘বই উৎসব’ না হলেও স্কুলে স্কুলে শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন নতুন বই। গতকাল শনিবার সকাল থেকে নগরীর স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। আর বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১ টার দিকে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক মো. জসীমউদ্দিন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, সদর উপজেলা শিক্ষা অফিসার দিলদার নাহার, সদর উপজেলা শিক্ষা সহকারী অফিসার সাহিদা বেগম। বরিশাল জেলায় ১ হাজার ৫৮২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লক্ষ ৩২ হাজার শিক্ষার্থীদের মাঝে ১৪ লক্ষ ৫০ হাজার বই বিতরণ করা হবে ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT