গৌরনদীতে শিশু পুত্রকে বালতিতে চুবিয়ে হত্যাকারী মা গ্রেফতার গৌরনদীতে শিশু পুত্রকে বালতিতে চুবিয়ে হত্যাকারী মা গ্রেফতার - ajkerparibartan.com
গৌরনদীতে শিশু পুত্রকে বালতিতে চুবিয়ে হত্যাকারী মা গ্রেফতার

3:16 pm , December 23, 2021

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলার বড় দুলালী গ্রামে চার মাসের শিশু পুত্র জুবায়ের আহমেদকে বালতির পানিতে চুবিয়ে হত্যার ঘটনার ৪ দিন পর ঘাতক মাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতারকৃত ছালেয়া বেগম পলি মামলার বাদী ও নিহত শিশুর পিতা সাগির তালুকদারের স্ত্রী। গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের অভিযান টের পেয়ে পালানোর চেষ্টাকালে পলিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হবে। নিহতের বাবা গরুর খামারি সাগির তালুকদার জানিয়েছেন, তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক। প্রতিদিনে ন্যায় ১৮ ডিসেম্বর রাতের খাবার খেয়ে চার মাস বয়সের ছোট ছেলে জুবায়েরকে নিয়ে তিনি ও তার স্ত্রী পলি এক খাটে ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ১১টার দিকে ঘুম থেকে জেগে স্ত্রী ও পুত্রকে বিছানায় না পেয়ে পবিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে গরু ঘরের পাশে বড় বালতির মুখ একটি গামলা দিয়ে ঢাকা দেখতে পান। বালতির মুখের গামলা সরিয়ে ফেললে দেখতে পান পানি ভর্তি বালতির মধ্যে জুবায়েরের মাথা নিচে ও পা দুটো উপরের দিকে। ডাকচিৎকার দিয়ে বালতির ভেতর থেকে জুবায়েরের মরদেহ উদ্ধার করেন তারা। ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে অনেক খোঁজাখুজি করে তার স্ত্রী পলির সন্ধান পাওয়া যায়নি। সাগির আরো জানান, ছেলে জুবায়ের আহম্মেদ জম্মের পর থেকে তার স্ত্রী পলি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। পলি প্রায়ই স্বপ্নাদেশ পেয়ে খাসি সদগাহ্ ও মনসা মন্দিরে দুধ-কলা দেয়। ঘুমের ঘরে চিৎকার করে উঠত। এরপর সে (স্ত্রী) আমাদের কাছে স্বপ্নাদেশের কথা বলত, তাকে (পলি) সাপে ধাওয়ায় ও আছড়ায় ধরেছে। পলি স্বপ্নাদেশ পেয়ে বলে আসছিলো জুবায়ের বেঁচে থাকলে সংসারে শান্তি হবে না। এমনকি দুই সন্তানকে আছড়ায় মেরে ফেলবে বলে একাধিকবার তাকে জানিয়েছে। জুবায়েরের বড় বোন সাগরিকা জানায়, তার ছোট ভাই জুবায়ের জম্মের পর থেকেই তার মা প্রায়ই স্বপ্নাদেশ পেয়ে আবল-তাবল বলে আসছিল। এ জন্য তাকে (পলি) অনেক ঝাঁড় ফুক দেয়া হয়। এ ঘটনায় ১৯ ডিসেম্বর নিহতের বাবা সাগির তালুকদার বাদি হয়ে ঘাতক স্ত্রী পলিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ তাকে গ্রেফতারে অভিযান চালিয়ে আসছিল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT