ল্যাবএইডকে জরিমানা ল্যাবএইডকে জরিমানা - ajkerparibartan.com
ল্যাবএইডকে জরিমানা

3:15 pm , December 15, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ ডেঙ্গু পরীক্ষার জন্য সরকার নির্ধারিত মূল্যের থেকে তিনগুণ বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় নগরীর ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, একজন গ্রাহক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন।তার অভিযোগের সূত্রে জানা গেছে, ডেঙ্গু পরীক্ষার জন্য নির্ধারিত একটি টেস্টে সরকার নির্ধারিত ৫০০ টাকার স্থলে ২ হাজার টাকা নিয়েছে ল্যাবএইড। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ার পাশাপাশি আজ শুনানির নির্ধারিত দিনে ল্যাবএইড কর্তৃপক্ষ তাদের দোষও স্বীকার করেছে।তাই অভিযোগ প্রমাণিত হওয়ায় ল্যাবএইডকে জরিমানা করা হয়েছে এবং অভিযোগকারী গ্রাহককে ই প্রণোদনার মাধ্যমে জরিমানাপ্রাপ্ত অর্থের ২৫ শতাংশ অর্থাৎ আড়াই হাজার টাকা নিয়মানুযায়ী দেওয়া হয়েছে।এদিকে শুনানিতে ল্যাব এইডের প্রতিনিধিরা জানিয়েছেন, সফটওয়ার জনিত সমস্যার কারণে এমনটা হয়েছে। বিষয়টি জানার পর তারা সমস্যাটি ঠিকও করেছেন। তবে রোগী ও তাদের স্বজনরা বলছেন, ত্রুটির কারণে টাকার পরিমাণ বেশি আসলে সেটি তারা ম্যানুয়ালি ঠিক করে দিতে পারতো। তারা এভাবেই কৌশলে রোগীদের কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নিচ্ছিল, বিষয়টি সামনে আসায় এখন তারা অযুহাত দেখাচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT