মাদ্রাসা শিক্ষার প্রতি প্রধানমন্ত্রীর টান রয়েছে-পানি সম্পদ প্রতিমন্ত্রী মাদ্রাসা শিক্ষার প্রতি প্রধানমন্ত্রীর টান রয়েছে-পানি সম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
মাদ্রাসা শিক্ষার প্রতি প্রধানমন্ত্রীর টান রয়েছে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

2:58 pm , December 12, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। মাদ্রাসার শিক্ষার প্রতি তার একটা টানও রয়েছে। স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষকদের সমস্যা সমাধানে সরকার অবশ্যই এগিয়ে আসবে। গতকাল রোববার বরিশাল শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, মাদরাসার শিক্ষার্থীরা সমানতালে এগিয়ে যেতে পারে সেটা প্রধানমন্ত্রী চান। এই জন্য তিনি ৩১১ কোটি টাকার অর্থ বরাদ্ধ দিয়েছেন। কিন্তু সমস্যা দেখা দিয়েছে, অনেক মাদরাসার রেজিষ্টেশন রয়েছে। অনেক মাদরাসার শুধু মোবাইল নম্বর দেয়া আছে। কিন্তু বাস্তবে নেই। প্রতিমন্ত্রী আরো বলেন, একটি মাদ্রাসা কিংবা স্কুল করতে হলে শিক্ষা দফতরের কাছ থেকে অনুমতি নিতে হয়। কারন যে এলাকার জন্য স্কুল বা মাদ্রাসা খোলা হবে সেখানে দরকার আছে কিনা ওই দপ্তর তা বলতে পারবে। কিন্তু সেটা না করে বাচ্চাদের হাতে চাঁদর ধরিয়ে দিয়ে রাস্তায় দাড় করিয়ে চাঁদা আদায় করা হয়। এভাবে করে রাস্তা-ঘাট, অলিতে-গলিতে মাদ্রাসা খোলা হয়েছে। এরফলে সঠিক কত মাদ্রাসা রয়েছে তার হিসেব সরকারের কাছে নেই। সরকার যে একটা প্লান করবে তার জন্য সঠিত তথ্যের তো প্রয়োজন আছে। প্রতিমন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, এবার একটু ক্ষ্যান্ত দেন। এলোপাতারিভাবে মাদ্রাসা আর করবেন না। তিনি বলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমি সিদ্ধান্ত দিতে পারবো না। তবে আমি জানতে পেরেছি শিক্ষা মন্ত্রনালয় ইবতাদায়ী মাদ্রাসার জন্য কাজ করে যাচ্ছে। তাদেরকে সময় দিতে হবে। কারন এটা একটি বিশাল ব্যাপার। শিক্ষামন্ত্রীর কাছে আপনাদের সমস্যাগুলোর কথা নিয়ে যাবো। আপনাদের সরকারের প্রতি আস্থা রাখতে হবে। এই সরকার গত ১০-১২ বছরে দক্ষিনাঞ্চলসহ দেশের যে উন্নয়ন করেছে তা আগের কেউ করেনি। তাই আপনাদের ধৈর্য্য ধরতে হবে শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমার রাজনৈতিক নেতা-কর্মীদের সবসময় বলি শুধু সার্টিফিকেট নিয়ে ডিগ্রি পেলে হবে না, সঠিকভাবে শিক্ষিত হতে হবে। স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সমন্বয়কারী আলহাজ্ব হাফেজ কাজী ফয়জুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, ঢাকা আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মোহাম্মদ এয়াকুব হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের মুখপাত্র জয়নাল আবেদীন জিহাদী, মোঃ শামছুল আলম প্রমুখ। বিভাগীয় শিক্ষক সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মুহাঃ বশির উল্লাহ আতাহারীর উপস্থাপনায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম ফরাজির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের আওতাধীন সকল জেলার সম্মানিত সভাপতি ও সাধারন সম্পাদক সহ উপজেলা প্রতিনিধিগন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT