বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয় -পানি সম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয় -পানি সম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয় -পানি সম্পদ প্রতিমন্ত্রী

2:51 pm , December 12, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। প্রধনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন অনেক এগিয়ে গিয়েছে। যারা আমাদের দেশকে এক সময় তলাবিহীন দেশ বলতো তারাই এখন এ দেশকে উন্নয়নের রোল মডেল বলছে। ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ বিশে^র মধ্যে উন্নত প্রথম ২৫ টি দেশের সারিতে থাকবে। সুতরাং বোঝাই যাচ্ছে দেশ উন্নয়নের দিক থেকে কোথায় রয়েছে। গতকাল রোববার দুপুরে নগরীর শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যায়ের নব নির্মিত ৫ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের হাতে দেশের ভবিষ্যত। তাই তোমাদেরকে শিক্ষিত ও দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের খেয়াল রাখতে হবে ছেলেরা যেন মাদকের দিকে ঝুকে না পড়ে, সন্ত্রাসী কার্যকলাপে না জড়ায়। মাদক একটি পরিবার সর্বোপরি একটি দেশকে ধ্বংস করে দেয়। তিনি বিসিকের প্রসঙ্গ টেনে বলেন, নগরীতে একটি ক্ষুদ্র শিল্প অঞ্চল রয়েছে। শুনেছি, সেখানে সন্ত্রাসীদের ভয়ে শিল্প মালিকরা ভীত থাকে। তারা এখানে ব্যবসা পরিচালনা করতে চায় না। এটা খুবই দু.খজনক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নগরীর ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অওয়ামীলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, সাবেক কাউন্সিলর নিজামুল ইসলাম নিজাম, বরিশাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অলিউল্লাহ, শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. সিরাজুল ইসলাম এবং বিসিসির ১ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস,৪ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা,১২নং ওয়ার্ড কাউন্সিলর ,২২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান দুলাল, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার,২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ আনিসুর রহমান, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ ও ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন রুবেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT