মৎস্য চাষ বিষয়ে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু মৎস্য চাষ বিষয়ে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু - ajkerparibartan.com
মৎস্য চাষ বিষয়ে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

2:12 pm , December 11, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ যুব উন্নয়ন অধিদপ্তর সদর উপজেলার আয়োজনে মৎস্য চাষ বিষয়ে ৭ দিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গতকাল শনিবার এ কোর্সের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, সদর উপজেলা পরিষদের মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত, এনজিও সমন্বয় সংগঠনের সমন্বয়কারী কাজী জাহাঙ্গীর কবির। শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্নামত। অনুষ্ঠান পরিচালনা করেন, সেইন্ট বাংলাদেশ এর সমন্বয়কারী ও বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাইম এর নির্বাহী পরিচালক আহসান মুরাদ চৌধুরী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT