আজ আবুল হাসানাত আবদুল্লাহর জন্মদিন আজ আবুল হাসানাত আবদুল্লাহর জন্মদিন - ajkerparibartan.com
আজ আবুল হাসানাত আবদুল্লাহর জন্মদিন

2:47 pm , December 9, 2021

 

পরিবর্তন ডেস্ক ॥ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা), আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বরিশাল জেলার সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহর ৭৭ তম জন্মদিন আজ। আবুল হাসনাত আবদুল্লাহ ১৯৪৪ সালের জন্মগ্রহণ করেন।তাঁর পিতা প্রাক্তন আওয়ামী লীগ নেতা ও পানিসম্পদ মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত, যাকে ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে হত্যা করেছিল। সেদিন তাঁর মা, সহোদর এবং জ্যেষ্ঠ সন্তানকেও হত্যা করেছিলো ঘাতকরা।হাসানাত আবদুল্লাহ অধুনালুপ্ত বরিশাল পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২৬ জুন ২০০০ সালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হন। হাসনাত আবদুল্লাহ ১৯৯৬ থেকে ২০০০ পর্যন্ত জাতীয় সংসদের চীফ হুইপ ছিলেন।৫ জানুয়ারি অনুষ্ঠিত ২০১৪ সাধারণ নির্বাচনে হাসনাত আবদুল্লাহ তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।১৮ জানুয়ারি ২০১৮ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক মনোনীত হন,যা বাংলাদেশ সরকারের মন্ত্রীর পদমর্যাদার।চার সন্তানের জনক আবদুল্লাহর জেষ্ঠ্য পুত্র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT