বিভিন্ন দাবিতে শিক্ষক কর্মচারীদের সংবাদ সম্মেলন বিভিন্ন দাবিতে শিক্ষক কর্মচারীদের সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
বিভিন্ন দাবিতে শিক্ষক কর্মচারীদের সংবাদ সম্মেলন

2:36 pm , December 4, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদান ও শিক্ষা জাতীয় করন সহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশন সমিতির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নগরীর ফজলুল হক রোডের বাকশিস কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের বরিশাল বিভাগের সমন্বয়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে সরকার এসেছে, সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু শিক্ষা ব্যবস্থা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। শিক্ষা আজ ধনীদের শিক্ষায় পরিনত হয়েছে। শিক্ষা গরিবদের ধরাছোয়ার বাইরে চলে গেছে। তিনি বলেন, মহামারী করোনায় শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকরা মারাক্তকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকার বহু প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে প্রনোদনা দিয়েছেন। কিন্তু বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা বঞ্চিত থেকেছে। তিনি আরো বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে উর্ধ্বগতি ও চিকিৎসা সেবা নেওয়া শিক্ষকদের জন্য দুরুহ হয়ে উঠেছে। এই অবস্থায় দাড়িয়ে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদানের দাবী জানিয়েছেন। বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় কোন বদলির ব্যবস্থা নাই উল্লেখ করে তিনি বলেন, এখন শিক্ষক নিয়োগ হয় এনটিআরসি থেকে। যার ফলে একজন শিক্ষক নিয়োগের পর থেকেই তাকে একই কর্মস্থানে থাকতে হয়। বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা মাসে এক হাজার টাকা বাড়ি ভাড়া পায়, উৎসব বোনাস দেওয়া হয় মাত্র ২৫ ভাগ। তাই তাদের দাবি সরকারি স্কুল কলেজ, মাদ্রাসার ন্যায় তাদেরকেও ভাতা প্রদান করতে হবে। লিখিত বক্তব্যে তিনি আরো বলেণ, শিক্ষা ব্যবস্থায় চরম বৈষম্য বিরাজমান, তার উপর অনার্সসহ প্রচুর শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ১০/২০ বছর শিক্ষকতা করে কোন বেতন পাচ্ছে না। এতে ওইসব শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। এ সময় তিনি বেশ কিছু দাবি তুলে ধরেন। এগুলো হলো. বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদান, বাড়িভাড়া এক হাজার টাকার পরিবর্তে সরকারি স্কুল কলেজ মাদ্রাসার ন্যায় প্রদান করা, বেসরকারি ইন্টারমিডিয়েট কলেজে জ্যেষ্ঠ প্রভাষকের পরিবর্তে সহকারি অধ্যাপক পদবী চালু, বেসরকারি কলেজে অনার্স শিক্ষক সহ নন এমপিও ভুক্ত সকল শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্ত করা, শিক্ষা মন্ত্রনালয় , জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, মাউশিসহ সকল শিক্ষা অফিসগুলোতে শিক্ষক কর্মচারীদের নানা হয়রানী বন্ধ, যানবাহনে ছাত্র শিক্ষক ও কর্মচারীদের যাতায়াতে হাফভাড়া প্রদান ও পুর্নাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ শিক্ষা জাতীয় করনের দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আরো জানান, উল্লেখিত দাবির পেক্ষিতে আগামী ১১ ডিসেম্বর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতি ফেডারেশন এর আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক রেজাউল করিম, শিক্ষক সমিতি (কামরুজ্জামান গ্রুপ) এর আঞ্চলিক কমিটির আহবায়ক অধ্যক্ষ প্রনব বেপারী, বাকশিস আঞ্চলিক কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, শিক্ষক নেতা মজিবর রহমান, অধ্যক্ষ তাইজুল ইসলাম প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT