অসুস্থ লুসি হল্টের পাশে জেলা প্রশাসক জসিম উদ্দীন অসুস্থ লুসি হল্টের পাশে জেলা প্রশাসক জসিম উদ্দীন - ajkerparibartan.com
অসুস্থ লুসি হল্টের পাশে জেলা প্রশাসক জসিম উদ্দীন

3:21 pm , November 20, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ অসুস্থ লুসি হল্টকে দেখতে হাসপাতালে গিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। গতকাল শনিবার দুপুরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন লুসি হল্টকে দেখতে যান তিনি। এ সময় জেলা প্রশাসক তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে চিকিৎসকের সাথে পরামর্শ করেন জেলা প্রশাসক। প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ অফিসার সাজ্জাদ পারভেজ, হাসপাতাল সমাজসেবা অফিসার দিলরুবা রইচি, সাংবাদিক অপূর্ব অপু। উল্লেখ্য বৃহস্পতিবার রাতে সিস্টার লুসি অক্সফোর্ড মিশনে তাঁর নিবাসে অসুস্থ হয়ে পড়েন। মিশনের চিকিৎসকের পরামর্শে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ লুসি হল্টকে জেলা প্রশাসক ফল ও ফুল উপহার দিয়েছেন। এছাড়াও তার চিকিৎসার জন্য তাৎক্ষনিক ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ব্রিটিশ নাগরিক সিস্টার লুসি হল্ট ১৯৬০ সালে প্রথম বাংলাদেশে আসেন। যোগ দেন বরিশাল অক্সফোর্ড মিশনে। এরপর আর দেশে ফিরে যাননি। বরিশাল ছাড়াও কাজ করেছেন যশোর, খুলনা, নওগাঁ, ঢাকা ও গোপালগঞ্জে। তাঁর অন্তিম ইচ্ছা, চিরকালের মতো মিশে যেতে চান বাংলার প্রকৃতিতে। তাঁর প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩১ মার্চ গণভবনে ডেকে নিয়ে তাঁর হাতে তুলে দেন এ দেশের নাগরিকত্ব। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর রক্তচাপ মাত্রাতিরিক্ত এবং এ কারণে মস্তিষ্কে রক্ত চলাচল সীমিত হয়ে একটি ছোট স্ট্রোক হয়েছে। পরে তাঁকে হাসপাতালের নারী মেডিসিন ওয়ার্ডের পঞ্চম তলার একটি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT