ববিতে জেলহত্যা দিবস পালন ববিতে জেলহত্যা দিবস পালন - ajkerparibartan.com
ববিতে জেলহত্যা দিবস পালন

3:28 pm , November 3, 2021

জেল হত্যা দিবস উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয়ে (ববি) শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভা হয়েছে। গতকাল বুধবার বিশ^বিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খুনিরা জানতো জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর আদর্শ ও রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতাকরবে না। তাই হুমকি মনে করেই এই মহান চার নেতাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। তিনি বলেন, চার নেতাকে হত্যা বাংলাদেশের অন্যতম কলঙ্কিত অধ্যায়। যারা দেশের উন্নয়ন-অগ্রগতি এবং স্বাধীনতা চায়নি তারাই সংঘবদ্ধ হয়ে এই ঘৃণীত ইতিহাস রচনা করেছে। সমৃদ্ধশালী জাতি বিনির্মাণে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারলে কিছুটা হলেও কলঙ্ক মোচন হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ খোরশেদ আলম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব জ্যোতির্ময় বিশ্বাস। এছাড়া সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহসভাপতি ড. তারেক মাহমুদ আবীর, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ আরিফ হোসেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ জনাব তাসনুভা হাবীব জিসান, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক জনাব তানভির কায়ছার, ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান জনাব সুরাইয়া আক্তার, আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামেলিয়া খান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT