হাসপাতালের পরিচ্ছন্নসহ সেবার মান বাড়াতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ হাসপাতালের পরিচ্ছন্নসহ সেবার মান বাড়াতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ - ajkerparibartan.com
হাসপাতালের পরিচ্ছন্নসহ সেবার মান বাড়াতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ

3:29 pm , November 2, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ স্বাস্থ্য সেবার মান বাড়ানোসহ সকল হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, হাসপাতাল পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী আগামী সাত দিনের মধ্যে পদক্ষেপ নেয়া নির্দেশনা দেয়া হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখা থেকে প্রেরিত উপ সচিব মোহাম্মদ রোকন উদ্দিন স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয় স্বাস্থ্য সচিব ও মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতাল পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, বেশীর ভাগ হাসপাতালেই পরিচ্ছন্নতা ও সেবার মানের ঘাটতি রয়েছে। তাই স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতার কাঙ্খিত মান নিশ্চিতে শুদ্ধাচার কর্মপরিল্পনা ২০২১-২০২২ এর আওতায় কর্মপরিবেশ উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে।
এছাড়া কোভিড ১৯ মহামারী পরিস্থিতিতে কোভিড রোগীদের প্রতি বেশী মনোনিবেশ দেওয়ায়, নন কোভিড রোগীদের কাঙ্খিত মানের সেবা প্রদান যায়নি।
বর্তমানে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকায় নন কোভিড রোগীদের চিকিৎসা সেবার মান বৃদ্ধিসহ হাসপাতালগুলোতে পরিস্কার পরিচ্ছন্নতার কাঙ্খিত মান নিশ্চিতে ব্যবস্থা গ্রহন প্রয়োজন।
তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন পূর্বক আগামী ৭ কর্ম দিবসের মধ্যে এ বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চিঠির বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন বলেন, চিঠিটি এখনো হাতে পাইনি। তবে এ বিষয়ে জেনেছি। চিঠি পাওয়ার পরপরই নির্দেশনা মোতোবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT