শেবাচিম হাসপাতালে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু শেবাচিম হাসপাতালে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতালে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু

3:04 pm , October 29, 2021

 

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় ১ জন রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ১৮ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১.০৯ ভাগ করোনা শনাক্ত হয়েছে।মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২০ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২ জন রোগী।একই সময়ে নানা উপসর্গ নিয়ে ১ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।গত ২৪ ঘন্টায় চিকিৎসারত অবস্থায় মারা গেছেন ১ জন রোগী।শুক্রবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো ১৮ জন রোগী।এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার রাতের সব শেষ রিপোর্টে ১৮২ জনের মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.০৯ ভাগ। এর আাগে প্রথমবারের মতো গত বুধবার রাতের নমুনা পরীক্ষার রিপোর্টে শূন্যভাগ করোনা শনাক্ত হয়। যা গত বছর ৮ এপ্রিল পিসিআর ল্যাব চালুর পর একটি রেকর্ড। পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো।গত বছরের ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৩৫৫ জন রোগী ভর্তি হয় সেখানে। যার মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২৪ জনের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT