2:59 pm , October 19, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ ‘যদি তুমি মানুষ হও, ধর্মান্ধতা রুখে দাও’ এ স্লোগান নিয়ে বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে সাম্প্রদায়িক সহিংসতা রোধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।বরিশালে গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর শহীদ সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয় থেকে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সকল ধর্মের শান্তিপ্রিয় মানুষদের নিয়ে বের হওয়া শোভাযাত্রায় বৃষ্টিতে ভিজে নেতৃত্ব দেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।শোভাযাত্রাটি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সদর রোড, লাইন রোড, চকবাজার, ফজলুল হক এভিনিউি হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গির, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, নগরীর বিভিন্ন মসজিদের ইমাম, জেলা ও মহানগর পুজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদবৃন্দসহ বিভিন্ন ধর্মের অনুসারিগন অংশ গ্রহন করেন।শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।