ভারতীয় সহকারী হাই কমিশনারের রামকৃষ্ণ মিশন পূজা মন্দির পরিদর্শন ভারতীয় সহকারী হাই কমিশনারের রামকৃষ্ণ মিশন পূজা মন্দির পরিদর্শন - ajkerparibartan.com
ভারতীয় সহকারী হাই কমিশনারের রামকৃষ্ণ মিশন পূজা মন্দির পরিদর্শন

3:19 pm , October 13, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শণ করেছেন বাংলাদেশে ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না। স্ত্রীকে নিয়ে গতকাল বুধবার তিনি নগরীর রামকৃষ্ণ মিশনে আসেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাঙ্গালির চিরায়ত সংস্কৃতি বাংলাদেশের মানুষ দারুণভাবে উদযাপন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্লোগান “ধর্ম যার যার উৎসব সবার” তা সত্যি ই অনবদ্য। এর আগে সড়ক পথে খুলনা থেকে নগরীতে এসে পৌছান। তাকে মন্দিরে অভ্যর্থনা জানিয়েছেন পূজা উদযাপন কমিটি ও ধর্মীয় নেতা সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT