স্মরণ সভায় বক্তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন মিন্টু বসু স্মরণ সভায় বক্তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন মিন্টু বসু - ajkerparibartan.com
স্মরণ সভায় বক্তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন মিন্টু বসু

3:11 pm , October 3, 2021

পরিবর্তন ডেস্ক ॥ বরিশালের অন্যতম নাট্যজন ও সাংবাদিক মিন্টু বসুর ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। মিন্টু বসুর স্মৃতি সংসদের উদ্যোগে এ উপলক্ষ্যে গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক নুরুল আলম ফরিদ। সভায় অন্যান্যের মধ্যে মিন্টু বসুর নানা কর্মময় জীবনের প্রতি আলোকপাত করে বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী ও শিক্ষক মুকুল দাস, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম চুন্নু, সিনিয়র সাংবাদিক এম.এম আমজাদ হোসাইন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, নাট্যাভিনেতা সিরাজুম মুনির টিটু প্রমুখ। এসময় বক্তারা মিন্টু বসুকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও সাহসী আখ্যায়িত করে বলেন, বহু গুনে গুনান্বিত এ মানুষ নিজ দায়িত্ব পালনে কখনো পিছপা হননি। বরিশালের সকল সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে সামনের সারিতে থেকে তিনি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করে তাঁর মতো গুনীজনদের স্মৃতি সমুন্নত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে সাংবাদিক কাজী আল মামুন, জিয়াউদ্দিন বাবু, বেলায়েত বাবলু, রাইসুল ইসলাম অভি, নাসিম উল হক, এম. সালাউদ্দিন, আল আমিন জুয়েল , ফটো সাংবাদিক রুবেল পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT