প্রচার-প্রচারনায় মুখর নগরীর ২৮ নং ওয়ার্ড প্রচার-প্রচারনায় মুখর নগরীর ২৮ নং ওয়ার্ড - ajkerparibartan.com
প্রচার-প্রচারনায় মুখর নগরীর ২৮ নং ওয়ার্ড

3:27 pm , September 24, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারনায় মুখর নগরীর ২৮ নং ওয়ার্ড। প্রার্থীদের পোষ্টার-ব্যানার ও ফেষ্টুনে ভরে গেছে ওয়ার্ডের অলি-গলি। সমানতালে চলছে মাইকিং। প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের কাছে। কাউন্সিলর পদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে চলছে জমজমাট প্রচার প্রচারনা।
ওই ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর কবিরের মৃত্যুতে উপ-নির্বাচনের ভোট হবে আগামী ৭ অক্টোবর। ভোট গ্রহনের বাকি রয়েছে আর মাত্র ১২ দিন। তাই প্রার্থী ও কর্মীরা প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছে।
ভোটে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মরহুম কাউন্সিলর জাহাঙ্গীর কবিরের ছোট ভাই হুমায়ন কবির, মো. জাহিদ হোসেন রুবেল ও সৈয়দ গোলাম কবির মামুন। সরোজমিনে দেখা গেছে, প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন ঠেলা গাড়ী প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা হুমায়ন কবির। থেমে নেই ঘুড়ি প্রতীকের প্রার্থী মো. জাহিদ হোসেন রুবেল ও লাটিম প্রতীকের সৈয়দ গোলাম কবির মামুনের প্রচার-প্রচারনা। এর জয়গান। তবে অপর প্রার্থীর বিরুদ্ধে কিছু চাপা অভিযোগ থাকলেও লাটিম মার্কা নিয়ে তার প্রচারও চলছে জমিয়ে। কর্মিরা দিন রাত এক করে নিজেদের প্রার্থীদের জয়ী করতে ওয়ার্ডের ঘরে ঘরে যাচ্ছেন। খোদ প্রার্থীরাও ছুটছেন ভোটারদের কাছে। ভোটারদের সহানুভুতি পেতে প্রচারনার জন্য প্রার্থীরা নানা ধরনের সমাজসেবা মূলক কর্মকান্ডেও অংশ নিচ্ছেন। গতকাল শুক্রবার প্রত্যেক প্রার্থী মসজিদে দোয়ার আয়োজনও করেছেন। অন্যদিকে ২০ সেপ্টেম্বর প্রচার-প্রচারনা উমুক্ত হওয়ার পর থেকে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি ভোটারের আলোচনা কোন প্রার্থী কতটা যোগ্যতা সম্পন্ন ও কার জয়ের সম্ভাবনা বেশি তা নিয়ে। তাদের ভাষায় একেক জনের পছন্দ একেক রকমের কিন্তু সম্মিলিত স্বার্থ অভিন্ন। যে প্রার্থী নির্বাচিত হলে ওয়ার্ডের সর্বোচ্চ উন্নয়ন হবে তাকেই ভোটে জয়ী করে আনবেন তারা। এছাড়া যাকে বিপদে আপদে সর্বদা পাশে পাবেন এমন প্রার্থী তাদের পছন্দের তালিকায় প্রথমে রয়েছেন। আগামী ৭ অক্টোবর ভোটের মাধ্যমে প্রকাশ হবে বলে জানিয়েছেন ভোটাররা। গতকাল ওয়ার্ড ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ন নির্বাচনী পরিবেশ। ভোট নিয়ে ভোটারদের মাঝে কোন আতংক নেই। সকলের আশা সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট হবে। এক প্রার্থীর বিরুদ্ধে পোষ্টার ছিড়ে ফেলাসহ নানা অভিযোগ উঠেছে। এ অভিযোগের বিষয়ে ওই প্রার্থী কোন কথা বলেননি। আবার অস্বীকারও করেননি। আলাপে সাবেক কাউন্সিলর মরহুম জাহাঙ্গীর কবিরের ছোট ভাই ঠেলাগাড়ি মার্কার প্রার্থী মো: হুমায়ুন কবির বলেন, ওয়ার্ডের ভোটাররা ভালোবেশে তাকে নির্বাচিত করবেন। নির্বাচিত হলে তার মরহুম ভাইয়ের সুনাম অক্ষুন্ন থাকে তেমন করেই কাজ করবেন। খুব সাদাসিধে প্রচারনা চালাচ্ছেন বলে জানান হুমায়ূন কবির। তার সাথে যারা প্রচারনার কাজে নেমেছে তারা মূলত ভালোবেশে সাথে রয়েছেন। ওয়ার্ডের প্রতিটি ঘরে তার জয়ের বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ওয়ার্ডে নির্বাচনে হিংসা বা হানাহানির কোন স্থান নেই। কোন প্রার্থী নাম উল্লেখ না করে হুমায়ন কবির বলেন, বিভিন্ন স্থানে তার পোস্টার ছেড়া হয়েছে। ওয়ার্ডে টাকা দিয়ে ভোট কেনার পায়তারা শুরু হয়েছে এখনই। কিন্তু এতে তার ভোট কমানো যাবে না বলে দৃঢ়তার সাথে আশাবাদ ব্যক্ত করেছেন। একই সাথে আরও বলেন, যারা টাকা দিয়ে ভোট কিনে, পোস্টার ছেড়ার মত কাজ করে নির্বাচনের পরিবেশ নস্ট করতে পারে তারা আসলে নির্বাচিত হলে কি কবরে তা নিয়ে তিনি শংকিত। এ সকল বিষয়ে তিনি প্রসাশন সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় ওয়ার্ডের এক বাসিন্দা জানান, সাবেক কাউন্সিলর মরহুম জাহাঙ্গীর কবিরের ছোট ভাই মো: হুমায়ুন কবির একজন সৎ ও যোগ্য ব্যক্তি। তিনি তো তার অবস্থান নিয়ে আছেন। এছাড়া তার ভাই মরহুম জাহাঙ্গীর কবিরের জন্যও সবাই তার পক্ষে আছেন। তিনি এই ওয়ার্ডের একজন যোগ্য প্রতিনিধি ছিলেন। তার ভাই হিসেবে হলেও এই ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে হুমায়ুন কবিরই সর্বাধিক যোগ্য বলে জানান ওই ভোটার। ঘুড়ি প্রতীকের প্রার্থী মো. জাহিদ হোসেন (রুবেল) জানান, নির্বাচন মানে উৎসব, আর উৎসবের আমেজেই চলছে তার প্রচার প্রচারনা। প্রতীক পাওয়ার পর থেকে ওয়ার্ডের সকল শ্রেনীর ভোটারদের অংশগ্রহনে স্বতস্ফুর্তভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি। ভোটে হারজিত পরের বিষয়। তবে এতদিনের প্রচারনায় তিনি ভোটারদের যে ভালোবাসা পেয়েছেন তা অমূল্য বলে জানান এই প্রার্থী। ছোটবেলা থেকে নির্বাচন, রাজনীতি ও মানুষের সাথে মিলে মিশে চলা তার ভালোলাগার বিষয়। এগুলো রক্তে মিশে গেছে। তাই জয় পরাজয় নিয়ে ভাবেন না তেমন একটা। জয়ী হলেও তিনি ওয়ার্ডবাসীর সাথে আছেন আর হারলেও থাকবেন। ওয়ার্ডে সাধারন ভোটাররা তার আতœার সাথে মিশে গেছে। এদের থেকে আলাদা তিনি হতে পারবেন না বলে জানান। প্রচারনার সুষ্ঠ পরিবেশ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়ার্ডে কিছু কিছু স্থানে সমর্থকরা প্রচারনা করতে গিয়ে বাধাগ্রস্থ হচ্ছেন। হুমকির শিকার হতে হচ্ছে অনেককেই। কে বা কোন প্রার্থীর সমর্থকদের দ্বারা হচ্ছে সে নাম প্রকাশ করেননি তিনি। নির্বাচনের শর্ত হলো অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশ। তিনি আশা করেন ৭ অক্টোবর শর্ত মেনে ভোট হবে। ভোটে যে সর্বাধিক যোগ্য সেই নির্বাচিত হবে। কারন ভোটাররা অবশ্যই তাদের সুবিবেচিত মতামত প্রকাশ করতে পারবে। তিনি শুধু সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করে আহবান জানান, ভোট যেন সুষ্ঠ ও শান্তিপূর্ন হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য। অন্যদিকে আলাপের জন্য লাটিম মার্কার প্রার্থী সাবেক মেম্বর সৈয়দ গোলাম কবির মামুন এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি কথা বলতে অপরাগতা স্বীকার করেন। ব্যস্ততার কারনে তিনি সময় দিতে পারছেন না বলে জানিয়ে তার বিরুদ্ধে অন্য প্রার্থীদের অভিযোগের বিষয় এড়িয়ে গেছেন।
উল্লেখ্য ২০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্ধ পেয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারনা শুরু করেছে প্রার্থীরা। এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, ২০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রতীক দেয়ার পরে আনুষ্ঠানিক প্রচার প্রচারনা শুরু করেছে প্রার্থীরা। আগামী ৭ অক্টোবর ২৮ নং ওয়ার্ডে উপ-নির্বাচনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন হবে বলে জানান তিনি। উল্লেখ্য, ২০২০ সালের ১১ ডিসেম্বর লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গির কবির মৃত্যু বরন করেন। এর পর থেকে ওয়ার্ডটি কাউন্সিলর শূন্য অবস্থায় রয়েছে। আগামী ৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এই ওয়ার্ডে। ওয়ার্ডে মোট ভোটার রয়েছে প্রায় ৭ হাজার। ইভিএম পদ্ধতিতে তিন কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT