শিক্ষা প্রতিষ্ঠানে প্রণোদনামূলক আর্থিক বরাদ্দসহ বিভিন্ন দাবীতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন শিক্ষা প্রতিষ্ঠানে প্রণোদনামূলক আর্থিক বরাদ্দসহ বিভিন্ন দাবীতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
শিক্ষা প্রতিষ্ঠানে প্রণোদনামূলক আর্থিক বরাদ্দসহ বিভিন্ন দাবীতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

2:26 pm , September 7, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষা জাতীয়করণ, করোনাকালীন ক্ষয়-ক্ষতি পূরণের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রণোদনামূলক আর্থিক বরাদ্দসহ বিভিন্ন দাবীতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখা। গতকাল মঙ্গলবার নগরীর ফকির বাড়ী রোডে সমিতির আঞ্চলিক শাখায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। লিখিত বক্তব্যের মাধ্যমে জানানো হয়, প্রায় ২০ মাস পর আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সরকারের ইতিবাচক পদক্ষেপ উল্লেখ করে জানানো হয়, দীর্ঘ প্রায় ২০ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীর শিক্ষা জীবন তছনছ হয়ে গেছে। তাদের পাঠোভ্যাস নষ্ট হয়ে গেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ভুতুরে অবস্থায় রয়েছে। ধুলোবালি-জঙ্গলে পরিনত শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট ও পানি সরবরাহের ব্যবস্থা অকোজো হয়ে পড়েছে। এসব সংস্কার ও মেরামত করাসহ স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে। গত ২০ মাসে কোন আয় না থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয়ের খাত অব্যাহত ছিল। করোনা পরিস্থিতির কারনে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমানে আর্থিক সামর্থ্য নেই। তাই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচাঞ্চল্যে ফিরিয়ে আনতে শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক প্রনোদনা দেয়াসহ শিক্ষা ব্যবস্থা জাতীয় করন করা প্রয়োজন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের আয় বৃদ্ধিতে বিধি নিষেধ রয়েছে। কিন্তু শিক্ষা বোর্ডসহ প্রশাসনের বিভিন্ন খাতের হয়রানিমুলক ফি আদায় বন্ধে কোন বিধি নিষেধ নাই। ত্রুটিপূর্ন শিক্ষক চাহিদা দাখিলের অভিযোগে দেশের প্রায় দুই হাজার শিক্ষকের তিন মাসের বেতন কাটা হয়েছে। শিক্ষকদের বেতন কর্তনের আদেশ বাতিলের দাবী জানানো হয়েছে। এছাড়াও করোনা পরিস্থির কারনে বিদ্যালয় পরিচালনা কমিটির গঠন সম্ভব হয়নি। তাই এডহক কমিটির সময়সীমা স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো ও ৬ মাস পর পর ফি নেয়া বন্ধের দাবী জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আঞ্চলিক সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা দাশ গুপ্ত আশীষ কুমার, সহ সভাপতি আব্দুল মালেক, সুনীল বরণ হালদার, শফিকুর রহমান, রফিকুল ইসলাম, আবুল কালাম, আসাদুল আলম আসাদ, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, গোলাম কিবরিয়া, আলমগীর হোসেন, দিপালী বাইন, জুনায়েত হোসেন খান, বিথিকা চ্যাটার্জী, নিজামুল ইসলাম নিজাম প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT