বর্তমান সরকার উদ্যোক্তা তৈরিতে জোর দিয়েছে -পানি সম্পদ প্রতিমন্ত্রী বর্তমান সরকার উদ্যোক্তা তৈরিতে জোর দিয়েছে -পানি সম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
বর্তমান সরকার উদ্যোক্তা তৈরিতে জোর দিয়েছে -পানি সম্পদ প্রতিমন্ত্রী

3:02 pm , September 5, 2021

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহেদ ফারুক এমপি তরুনদের চাকুরি প্রার্থী না হয়ে চাকরিদাতা হওয়ার আহবান জানিয়েছেন। শনিবার রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারের সেনা কনভেনশন হলে ব্যবসা পরিকল্পনার উপর প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানিয়েছেন। প্রধান অতিথি মন্ত্রী এ সময় আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উদ্যোক্তা তৈরিতে জোর দিয়েছে। যাতে কাজটি সহজতর হয় এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়। “ঐণউ ঊহঃৎবঢ়ৎবহবঁৎং ঐরাব ২০২১” শিরোনামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর -২ আসনের সাংসদ নয়ন উদ্দিন চৌধুরী। প্রতিযোগিতায় শতাধিক স্কুল এবং কলেজের প্রায় ৮ শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। খবর বিজ্ঞপ্তির

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT