একদিনের ব্যবধানে দক্ষিণাঞ্চলে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে একদিনের ব্যবধানে দক্ষিণাঞ্চলে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে - ajkerparibartan.com
একদিনের ব্যবধানে দক্ষিণাঞ্চলে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে

2:26 pm , August 24, 2021

বিশেষ প্রতিবেদক ॥ মাত্র ২৪ ঘন্টার ব্যবধানেই দক্ষিণাঞ্চলে করেনায় মৃত্যুর সংখ্যা এক থেকে ৫ জনে উন্নীত হয়েছে। যাদের ৪ জনই নারী। গতকাল মঙ্গলবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় বরিশালের মুলাদী ও আগৈলঝাড়ায় দুজন ছাড়াও ভোলা সদর, পিরোজপুরের মঠবাড়িয়া ও বরগুনা সদরে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরো ১৫৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে দক্ষিনাঞ্চলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪২ হাজার ৯৫১ জনে। মারা গেছেন ৬৩৬ জন। এরমধ্যে বরিশাল সিটি করপোরেশন এলাকাতেই ১০ হাজার ৮৭ জন আক্রান্তের মধ্যে ১শ জনের মৃত্যু হয়েছে। আর চলতি মাসের ২৪ দিনেই দক্ষিণাঞ্চলে আক্রান্ত ৮ হাজার ৬৪৪ জনের মধ্যে ১৪৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো ১ হাজার ৭৭৩ জন সহ দক্ষিণাঞ্চলে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৩ হাজার ৭২৭ জন। সুস্থতার হার আরো কিছুটা বেড়ে এখন ৭৮.৫২%। তবে এ অঞ্চলে এখনো শনাক্তের গড়হার ২২.৪২%। মৃত্যুর হার ১.৪৮%।
গত ২৪ ঘন্টায়ও দক্ষিণাঞ্চলে সংক্রমনের শীর্ষে বরিশাল জেলাই ছিল । এ সময়ে মহানগরীতে ২৯ জন সহ জেলায় মোট আক্রান্ত ৫৮ জন। জেলার মুলাদী ও আগৈলঝাড়ার দুজনের মৃত্যু হয়েছে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে বরিশালে মোট আক্রান্ত ১৭ হাজার ৫৯৩ জনের মধ্যে মৃত্যু হল ২১৩ জনের।
ভোলাতেও গত ২৪ ঘন্টায় আরো ৪৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্তের পাশাপাশি ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২০৬ জনের মধ্যে মৃত্যু হল ৭৯ জনের।
পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় নতুন করে ২০জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে জেলাটিতে এ পর্যন্ত মোট সংক্রমনের সংখ্যা ৫ হাজার ৯শতে পৌছেছে। মারা গেছেন ১০৪ জন।
পিরোজপুরও গত ২৪ ঘন্টায় মাত্র ৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হলেও এ সময়ে জেলাটির মঠবাড়িয়াতে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে পিরোজপুরে মোট শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ১০৫ জনে। জেলাটিতে ইতোমধ্যে মারা গেছেন ৮১ জন।
বরগুনাতেও নতুন করে ১ জনের মৃত্যুর ফলে জেলাটিতে মোট সংখ্যাটা ৯০ জনে। গত ২৪ ঘন্টায় ১৭ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৫৮।
ঝালকাঠিতেও গত ২৪ ঘন্টায় ৬জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৮৯ জনে উন্নীত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ জনের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT