শেবাচিম হাসপাতালের নাসিং সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুইটি কমিটি গঠন শেবাচিম হাসপাতালের নাসিং সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুইটি কমিটি গঠন - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতালের নাসিং সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুইটি কমিটি গঠন

3:44 pm , August 13, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নার্সিং সুপারভাইজার কবিতা বিশ্বাসের বিরুদ্ধে ১৪ জন সিনিয়র স্টাফ নার্স লিখিত অভিযোগ দিয়েছেন। সম্প্রতি লেবার ওয়ার্ডের দায়িত্বরত নার্সরা হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলামের কাছে এ লিখিত অভিযোগ দেন। অভিযোগ উঠেছে, পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেয়ার কারণে নার্সদেরকে হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শন করছে সুপারভাইজার কবিতা। জানা গেছে, লেবার ওয়ার্ডে গিয়ে সব সময় দায়িত্বরত নার্সদের কাছ থেকে জোরপূর্বক হাসপাতালের সরকারি ওষুধ নিয়ে যায় কবিতা। যে কারণে কবিতার আচরণের প্রতিবাদ দায়িত্বরত নার্সরা। এতে কবিতা ক্ষিপ্ত হয়ে লেবার ওয়ার্ডের দায়িত্বরত নার্সদের হয়রানি করে। আর এ কারণে লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স শাহানাজ পারভীন, সিনিয়র স্টাফ নার্স কবিতা হালদার, সিনিয়র স্টাফ নার্স অর্পিতা দাস, সিনিয়র স্টাফ নার্স ফারজানা আক্তারসহ মোট ১৪ জন নার্স লিখিত অভিযোগ দেন। এছাড়াও অভিযোগ রয়েছে কবিতা নার্স হিসেবে লেবার ওয়ার্ডে দীর্ঘ বছর কর্মরত ছিলেন। আবার নার্সিং সুপারভাইজার হওয়ার পরেও কবিতা লেবার ওয়ার্ডে দায়িত্ব পালন করছে। যা চাকুরির বিধিবহির্ভূত কর্মকান্ড। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ অমান্য করে দীর্ঘ বছর লেবার ওয়ার্ডে কাজ করার সুযোগে কবিতা বেপরোয়া হয়ে উঠেছে। সময়মতো কর্মস্থলেও আসে না সে। ডিউটিকালীন সময়ে নার্সিং পোশাক পড়ে না পড়ে হাসপাতালে ঘুরে বেড়ায় বলেও অভিযোগ উঠেছে কবিতার বিরুদ্ধে। তবে লিখিত অভিযোগের বিষয়ে লেবার ওয়ার্ডের নার্সরা কবিতার ভয়ে মুখ খুলছে না। লিখিত অভিযোগ দেওয়ার পরেও এখন পযর্ন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগ অস্বীকার করে (নিজ বেতনের) নার্সিং সুপারভাইজার কবিতা বিশ্বাস বলেন, ‘আামার বিরুদ্ধে পরিচালকের কাছে কে বা কারা অভিযোগ করেছে, তা আমার জানা নেই। ‘ অন্যদিকে হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, কবিতার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পেয়েছি। এছাড়া কবিতার বিরুদ্ধে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT