শেবাচিম হাসপাতালে অক্সিজেন ফ্লিংম্যানকে লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন শেবাচিম হাসপাতালে অক্সিজেন ফ্লিংম্যানকে লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতালে অক্সিজেন ফ্লিংম্যানকে লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

3:48 pm , August 8, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ওয়ার্ডের এক নার্সের উস্কানীমূলক আচরণের কারণে অক্সিজেন ফ্লিংম্যানকে লাঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। লাঞ্চিতর শিকার আল আমিন আবুল খায়ের কোম্পানির অক্সিজেন ফ্লিংম্যান হিসেবে কাজ করে থাকেন। বিষয়টি নিয়ে কথা হলে আবুল খায়ের কোম্পানির অক্সিজেন ফ্লিংম্যান আল আমিন বলেন, শনিবার হাসপাতালের করোনা ওয়ার্ডে ডিউটি শেষে আমি ঘুমিয়ে পড়ি। শনিবারই রাত একটার দিকে করোনা ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স প্রিয়াঙ্কা হালদার ও তার সাথে সাদা পোশাকে থাকা এক পুলিশ সদস্য হঠাৎ আমাকে লাঞ্চিত করতে শুরু করে। লাঞ্চিতর বিষয়ে আমি জানতে চাইলে ওই পুলিশ সদস্য আমাকে বলে “তুই এখন ঘুমাচ্ছিস কেন? তখন আমি(আল আমিন) বলি,আমার ডিউটি সকাল আটটা থেকে রাত আটটা পযন্ত। এখন আমার বিশ্রামের সময়। এমন কথা শুনে সাদা পোশাক পরিহিত ওই পুলিশ সদস্য আমাকে ধাক্কা মারে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। পরে (রবিবার) বিষয়টি হাসপাতালের পরিচালককে জানালে তিনি লিখিত অভিযোগ দিতে বলেছেন। অন্যদিকে আবুল খায়ের কোম্পানির এ্যাসিস্ট্যান জেনারেল ম্যানেজার আনিসুর রহমান জানান, ওই হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রতিদিন ১০০ থেকে ১২০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়ে থাকে। ফিলিংম্যান আলামিনের পক্ষে একা ওই কাজ করা সম্ভব নয়। যে কারণে এমন সমস্যা হয়েছে। এখন আমরা রাতের শিফটেও আরও একজন ফিলিংম্যান করোনা ওয়ার্ডের কাজে লাগিয়েছি। তবে হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলাম জানান, অক্সিজেন ফিলিংম্যানকে লাঞ্চিত করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT