নগরীতে বেড়েছে বেওয়ারিশ কুকুর নগরীতে বেড়েছে বেওয়ারিশ কুকুর - ajkerparibartan.com
নগরীতে বেড়েছে বেওয়ারিশ কুকুর

3:02 pm , August 6, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাওয়ায় পথচারীদের চলাচলে বিপত্তির সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা জানায় পাঁচ/সাতটি বেওয়ারিশ কুকুর একত্রে দলবদ্ধ হয়ে ঘুরে বেড়ায়। তারা বিভিন্ন পথচারীকে তাড়া করে। প্রায়ই শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ এদের আক্রমনের শিকার হয়। আদালতের নিষেধাজ্ঞায় কুকুর নিধন বন্ধ থাকায় এবং প্রজনন মৌসুম কাছে আসায় কুকুরের উপদ্রবে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। নগরীর নাজির মহল্লা কাঠের পুল এলাকার বাসিন্দা ভুক্তভোগী তানিয়া আক্তার বলেন, তিনি কিছুদিন আগে দলবদ্ধ কুকুরের হামলার শিকার হয়ে দৌড়ে আত্মরক্ষা করতে গিয়ে সড়কের উপর পড়ে গিয়ে আহত হয়েছেন। নাজির মহল্লা এলাকার গৃহিনী রোমানা আক্তার জানান, রাত বাড়ার সাথে সাথে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বাড়তে থাকে। এদের সংঘবদ্ধ আক্রমনের ফলে পথ চলাই দায় হয়ে পেেড়ছে। বরিশাল সিটি কর্পোরেশনের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অনেক মানুষ কুকুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিসিসিতে অভিযোগ নিয়ে আসেন। কিন্তু ২০১২ সালে আদালতের নিষেধাজ্ঞা থাকায় তাদের কোনো কিছুই করার নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT