নগরীর ৩০টি ওয়ার্ডে ৩০টি বুথে করোনা ভ্যাকসিনের উদ্বোধন করলেন সিটি মেয়র নগরীর ৩০টি ওয়ার্ডে ৩০টি বুথে করোনা ভ্যাকসিনের উদ্বোধন করলেন সিটি মেয়র - ajkerparibartan.com
নগরীর ৩০টি ওয়ার্ডে ৩০টি বুথে করোনা ভ্যাকসিনের উদ্বোধন করলেন সিটি মেয়র

3:36 pm , July 31, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাস রোধকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারাদেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গতকাল শনিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন। তার উদ্বোধনের পরপরই পূর্বের ৬টি কেন্দ্রের পাশাপাশি বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে ৩০টি বুথের মাধ্যমে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সুরক্ষা এ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এস.এম.এম-এ উল্লেখিত তারিখে নিকটবর্তী নিম্নে উল্লেখিত যে কোন কেন্দ্রে গিয়ে টিকা গ্রহনের জন্য সকলের প্রতি আহবান জানিয়ে মেয়র বলেছেন, গণতন্ত্রের মানসকন্যা, মানবতার মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের সুরক্ষার কথা চিন্তা করে টিকা প্রদান কর্মসূচি অব্যাহত রেখেছেন। এখন আমাদের উচিত হবে তাঁর নির্দেশনা মেনে টিকা গ্রহনের পাশাপাশি স্বাস্থবিধি মেনে চলা। এখন থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে যে সকল বুথ অথবা কেন্দ্রে টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সেগুলো হচ্ছে : নগর মাতৃসদন, কাউনিয়া বাঁশের হাট, হলিং বেবী রেড ক্রিসেন্ট হাসপাতাল আমানতগঞ্জ বরিশাল, সৈয়দ আনোয়ারা প্রবীন হাসপাতাল, কাউনিয়া ব্রাঞ্চ রোড, এনেক্স ভবন, বিসিসি, ডায়াবেটিক হাসপাতাল, রাহাত আনোয়ার হাসপাতাল, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র, জুমির খান সড়ক আলেকান্দা, বরিশাল পুলিশ হাসপাতাল, এফপিএবি, বটতলা, রয়েল ক্লিনিক, ব্রাউন্ড কম্পাউন্ড, সূর্যের হাসি ক্লিনিক, মেজর এম.এ জলিল সড়ক, মা ও শিশু কল্যান কেন্দ্র, বিএম স্কুলের সামনে কালিবাড়ী রোড, আরিফ মেমোরিয়াল হাসপাতাল, সেইন্ট এন্স টিকা কেন্দ্র, অক্সফোর্ড মিশন রোড, সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ জাগুয়া, বরিশাল, নগর স্বাস্থ্য কেন্দ্র বারুজ্জার হাট, বরিশাল ইসলামিয়া চক্ষু হাসপাতাল কাশীপুর এবং কাশীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT