লকডাউনের ব্যবসা বাণিজ্য বাহিরে পাহাড়াদার ভেতরে ক্রেতা লকডাউনের ব্যবসা বাণিজ্য বাহিরে পাহাড়াদার ভেতরে ক্রেতা - ajkerparibartan.com
লকডাউনের ব্যবসা বাণিজ্য বাহিরে পাহাড়াদার ভেতরে ক্রেতা

3:33 pm , July 26, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ লকডাউনে নগরীতে দোকানের বাহিরে পাহাড়াদার রেখে ভিতরে বসে চলছে ব্যবসা বানিজ্য। লকডাউনের ৪র্থ দিনে এই অবস্থা দেখা গেছে নগরীর বিভিন্ন সড়কের দোকানে। পাশাপাশি যে যার মত অবাধে রাস্তায় চলাফেরা করছে। প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেকে খুলে বসে আছে। কেউ দোকানের পুরো সার্টার, কেউ আবার অর্ধেক সার্টার খুলে দেদারসে বিক্রি করছে। আর পাহাড়া দিচ্ছে একজন। মোবাইল কোট বা প্রশাসনের আনাগোনা দেখলে সর্তক বার্তা। বন্ধ হয়ে যায় দোকানের সাটার। এভাবেই চলছে বরিশালের ব্যবসা বানিজ্য।
নগরীতে ক্রেতা ও পথচারীদের সমাগম ছিলো চোখে পড়ার মতো। এদের মধ্যে কারো মুখে মাস্ক, কারো থুতনির নিচে মাস্ক, আবার কারো মুখে মাস্ক নেই। গণপরিবহন ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকলেও সড়কগুলোতে রিকশা, অটোরিকশা, সিএনজি, মাহিন্দ্রা অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে চলাচল করছে। নগরীর ব্যস্ততম সদর রোডে মানুষের সমাগম, পোর্ট রোডে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে কেনাবেচা, বাজার রোড এলাকায় প্রায় দোকানই খোলা রয়েছে। তবে সদর রোডসহ অন্যান্য রোডের শপিংমল, মার্কেট, লকডাউনের নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আবার মোবাইল কোর্ট অভিযানের টের পেলেই মুহূর্তের মধ্যে রাস্তা ও দোকানপাট ফাঁকা হয়ে যাচ্ছে। ফলে বরিশাল নগরীতে ঢিলেঢালা ভাবে চলছে সরকার ঘোষিত লকডাউন।
আলী হোসেন নামে রিকশা চালক জানান, নামে লকডাউন, কামে নাই। সব মানুষ রাস্তায় নামছে বলেই রিকশা নিয়ে নামছি। রিকশা না চালাইলে খামু কি নিলয় নামে এক পথচারী জানান, বাসায় ভালো লাগছে না। তাই একটু চা খেতে বের হলাম। সব মানুষই তো বাইরে, আমি একা ঘরে থাকলে কি লাভ বরিশাল মেট্রোপলিটন (ট্রাফিক) পুলিশের উপ-কমিশনার জাকির হোসেন মজুমদার জানান, সরকারি নির্দেশনায় আন্তজেলা পরিবহন বন্ধ রাখার বিষয়ে উল্লেখ করা থাকলেও ক্ষুদ্র পরিবহন চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে উল্লেখ নেই। তাই সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে নগরীর মধ্যে এসব পরিবহন চলাচল করছে। বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার জানান, সরকার ঘোষিত লকডাউন বরিশালে বাস্তবায়ন করার জন্য কঠোর অবস্থায় রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT