মেয়রের হস্তক্ষেপে তিন ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক মেয়রের হস্তক্ষেপে তিন ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক - ajkerparibartan.com
মেয়রের হস্তক্ষেপে তিন ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

3:21 pm , July 16, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বাস মালিক ও শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে তিন ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সোয়া ১টায় বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে বাস ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে। তিনি জানান, বৃহস্পতিবার কথিত শ্রমিক নেতা সুলতান মাহামুদ তার লোকজন নিয়ে রুপাতলী বাস টার্মিনাল এলাকায় শ্রমিক ও মালিক নেতাদের উপর হামলা করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখা হয় এবং প্রশাসনের আশ্বাসে ৪ ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়। তবে প্রশাসনের আশ্বাসে মামলা দায়ের হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে শ্রমিকদের দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হলেও কেউ গ্রেফতার না হওয়ায় গতকাল সকাল ১০টা থেকে রুপাতলী থেকে ১৭ রুটে পুনরায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তাদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকেও আন্তঃজেলা ১৪টি ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে রুপাতলীস্থ জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু জানান, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বস্ত করেছেন শ্রমিক নেতাদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন। পাশাপাশি মেয়র জনসাধারণের ভোগান্তি লাঘবে আন্দোলন প্রত্যাহারের জন্য বলেছেন। আমরা তার হস্তক্ষেপে জনগণের ভোগান্তি কমাতে সড়ক অবরোধ তুলে নিয়েছি। তবে আন্দোলন কর্মসূচি শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, আসামিদের গ্রেফতার না করা পর্যন্ত কর্মসূচি চলবে। স্বল্প সময়ে গ্রেফতারের আশ্বাস দিয়েছে প্রশাসন, তা না করলে আবারো কঠোর আন্দোলনে যাবে শ্রমিকরা। এদিকে বাস চালুর ঘোষণায় স্বাভাবিক হয়েছে যান চলাচল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT