3:23 pm , July 13, 2021

উজিরপুর প্রতিবেদক ॥ কৃতি সন্তান কোয়েল ইন্টার্যাক্ট জেলা প্রতিনিধি নিবার্চিত হয়েছেন। রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮১, বাংলাদেশের সহযোগী সংগঠন ইন্টার্যাক্ট জেলা ৩২৮১ এর আয়োজিত ৮ম ইন্টার্যাক্ট জেলা সম্মেলন এবং ২০২১-২২ রোটারীবর্ষের জেলা ইন্টার্যাক্ট রিপ্রেজেন্টিটিভ নির্বাচন গত ২৩ জুন ২০২১ শুক্রবার ঢাকার গুলশানে অবস্থিত লংবিচ হোটেলে অনুষ্ঠিত হয়। আনুষ্ঠনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারি বর্ষ ২০২০-২১ এর মাননীয় জেলা গভর্ণর রোটারিয়ান রুবায়েত হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা ইন্টার্যাক্ট কমিটি চেয়ারম্যান (২০২০-২১) রোটারিয়ান মোহাম্মাদ ইমতিয়াজ সাজু, জেলা ইন্টার্যাক্ট কমিটি চেয়ারম্যান (২০২১-২২) রোটারিয়ান তাহমিনা বেগম লাভলী ও অন্যান্য গুরুত্বপূর্ণ রোটারিয়ান ব্যক্তিবর্গগন। এছাড়াও জুম অ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন ইন্টার্যাক্ট জেলা ৩২৮১ বাংলাদেশের সকল ইন্টার্যাক্টরা ।
অনুষ্ঠানে আয়োজিত নির্বাচনে রোটারী ক্লাব অব ঢাকা সুপ্রিমের অভিভাবকত্বে পরিচালিত ইন্টার্যাক্ট ক্লাব অব ঢাকা সুপ্রিমের প্রার্থী ইন্টার্যাক্টর তাশফিয়া তাবাসসুম (কোয়েল) বিপুল সমর্থনের ভিত্তিতে জয়লাভ করেন। পরবর্তীতে ডিআইআর তাশফিয়া তাবাসুম (কোয়েল) ৩০ জুন জিরো আওয়ার সেলিব্রেশন আনুষ্ঠানে রোটারি জেলা গভর্ণর ব্যরিষ্টার মুতাসিম বিল্লাহ ফারকীর সাথে সৌজন্য সাক্ষা? করেন এবং শুভেচ্ছা জানান। ডিআইআর তাশফিয়া তাবাসুম (কোয়েল) তার দায়িত্ব¡ সঠিকভবে পালনের জন্য সকল ইন্ট্যার্যাক্টদের নিকট সহযোগীতা প্রত্যাশা করেন ।